‘মেয়েরা হেরে গেল, জয়ী ব্রিজভূষণ’ - যৌন হেনস্থায় অভিযুক্তের ছেলেকে বিজেপির মনোনয়নে কুস্তিগীরদের ক্ষোভ

People's Reporter: ট্যুইটে সাক্ষী মালিক আরও লেখেন, “তাঁর ছেলেকে নির্বাচনে প্রার্থী করে দেশের লাখো লাখো মেয়ের প্রত্যাশাকে চূর্ণ করলো ওরা।’ এই ট্যুইট প্রসঙ্গে মুখ খোলেননি বিজেপি-র জাতীয় মুখপাত্র।
ফাইল ছবি
ফাইল ছবি গ্রাফিক্স আকাশ
Published on

‘ভারতের মেয়েরা হেরে গেল, জয়ী হল ব্রিজভূষণ’। সম্প্রতি ভারতীয় কুস্তিগীররা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। যে ঘটনার পর ব্রিজভূষণ সিং-এর আসন কায়সেরগঞ্জ থেকে তাঁর বদলে তাঁর ছেলে করণকে মনোনয়ন দিয়েছে বিজেপি। এরপরেই বৃহস্পতিবার এই এক্স (পূর্বতন ট্যুইটার) বার্তায় একথা লেখেন ২০১৬-র রিও অলিম্পিকে পদকজয়ী তারকা কুস্তিগির সাক্ষী মালিক।

গতকালের ট্যুইটে সাক্ষী মালিক আরও লেখেন, “তাঁর ছেলেকে নির্বাচনে প্রার্থী করে দেশের লাখো লাখো মেয়ের প্রত্যাশাকে চূর্ণ করলো ওরা।’ তবে সাক্ষী মালিকের এই ট্যুইট প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি বিজেপি-র জাতীয় মুখপাত্র।

সাক্ষী মালিকের ট্যুইটের স্ক্রীনশট
সাক্ষী মালিকের ট্যুইটের স্ক্রীনশটসাক্ষী মালিকের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত

এই ঘটনা প্রসঙ্গে অপর তারকা কুস্তিগির বজরং পুনিয়া এক্স হ্যান্ডেলে পুষ্পেন্দ্র সিং-এর এক ট্যুইট রিট্যুইট করেন। যেখানে লেখা আছে, "এটা দেশের দুর্ভাগ্য যে মেডেল জয়ী মেয়েদের রাস্তায় টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং যিনি যৌন শোষণ করেছেন তাঁর ছেলেকে মনোনয়ন দিয়ে সম্মানিত করা হবে।"

এর আগে গত বছর এই বিষয়ে বিক্ষোভ চলার সময় কুস্তি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন সাক্ষী মালিক। নিজের রাষ্ট্রীয় সম্মান ফেরত দিয়েছিলেন কুস্তিগির বজরং পুনিয়া।

ব্রিজভূষণ শরণ সিং-এর ছেলেকে নির্বাচনে বিজেপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ জানিয়েছেন বিজেপির কোনও নৈতিকতা নেই এবং নিজেদের সর্বনিম্ন স্তরে নামিয়েছে বিজেপি।

দেশের অষ্টাদশ নির্বাচনে ইতিমধ্যেই দু’দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ৭ মে তৃতীয় দফার ভোটগ্রহণ। এরপর ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন পরবর্তী দফার ভোটগ্রহণ সম্পন্ন হবে। ফলাফল প্রকাশিত হবে ৪ জুন।

এই নির্বাচনেই উত্তরপ্রদেশের কায়সরগঞ্জ আসন থেকে কুস্তিগিরদের যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিং-এর বদলে তাঁর ছেলে করণকে প্রার্থী করেছে বিজেপি। এই আসন থেকে ব্রিজভূষণ শরণ সিং এর আগে ছ’বার জয়ী হয়েছেন। এক ট্রায়াল কোর্টে সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানি এবং ভয় দেখানোর একটি মামলা চলছে। যদিও তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিদায়ী বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

ফাইল ছবি
ব্রিজ ভূষণকে নারকো টেস্টের চ্যালেঞ্জ আন্দোলনকারী কুস্তিগীরদের
ফাইল ছবি
Wrestlers Protest: ভারতীয় কুস্তিতে নয়া মোড়, সাক্ষী-বজরংদের বিরুদ্ধে পথে নামল শতাধিক জুনিয়র কুস্তিগীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in