শীঘ্রই আরও একটি উজ্জ্বলময় কেরিয়ারের ইতি ঘটতে চলেছে ভারতীয় ক্রিকেটে! এমনই ইঙ্গিত দিলেন উইকেট কিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিক। তাঁর কথায় হয়তো আর কিছুদিন পর থেকে বাইশ গজে আর দেখা যাবে না ভারতের বাঁ হাতি ওপেনার শিখর ধাওয়ানকে।
সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচ খেলেছে ভারত। যার দুটিতে হার এবং একটি জয় হয়েছে ভারতের। তিনটি ম্যাচের একটিতেও 'গব্বর' রান পাননি। তিনটি ম্যাচ মিলিয়ে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১৮ রান। যা ভারতের সিরিজ হারের অন্যতম কারণ হিসেবে দেখছে ক্রিকেট বিশেষজ্ঞরা।
একদিকে ধাওনের ব্যাটে রান নেই, অন্যদিকে বিধ্বংসী ফর্মে রয়েছেন ইশান কিষাণ। সব মিলিয়ে বেশ চাপে রয়েছেন ধাওয়ান। পরবর্তী সিরিজে দলে ঠাঁই পাবেন কিনা সেই নিয়েও অনিশ্চয়তা। সেই জল্পনা আরও বাড়িয়ে দিলেন দীনেশ কার্তিক। তিনি বলেন, শ্রীলংকার বিরুদ্ধে ইশান কিষাণকে নির্বাচকরা কিভাবে বাদ দেবেন তা জানি না। শুবমন গিলও আছেন। রোহিত শর্মা খেললে এঁদের মধ্যে কাউকে না কাউকে বাদ পড়তে হবে। এটা উনি (শিখর ধাওয়ান) হতে পারেন। এই ঘটনা তাঁর গৌরবময় কেরিয়ারের দুঃখজনক সমাপ্তি ঘটাতে পারে।
দীনেশ কার্তিক আরও বলেন, মজার বিষয় হল, শুভমন গিল যদি স্কোয়াডের অংশ হতেন, তবে ভালোই হতো। কারণ ওপেনার হিসেবে তাঁর অভিজ্ঞতা রয়েছে। ইশান কিষাণকে একটি সুযোগ দেওয়া হয়েছে ডান ও বাম হাতের কম্বিনেশনের জন্য। যা শিখর ধাওয়ানকে কিছুটা চাপে ফেলেছে। ২০২৩ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পেতে প্রচুর লড়াই করতে হতে পারে ধাওয়ানকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন