ISL 2021-22: চেন্নাইয়ান এফসিকে গোল বন্যায় ভাসিয়ে জয় তুলে নিলো এফসি গোয়া

বুধবার চেন্নাইয়ান এফসিকে কার্যত পাত্তাই দেয়নি এফসি গোয়া। বোজিদার ব্যান্ডোভিচদের ৫-০ গোলে ধরাশায়ী করে তিন পয়েন্ট অর্জন করেছে গোয়া।
এফসি গোয়া  বনাম চেন্নাইয়ান এফসি
এফসি গোয়া বনাম চেন্নাইয়ান এফসিছবি এফসি গোয়ার ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

চেন্নাইয়ান এফসিকে গোল বন্যায় ভাসিয়ে জয় তুলে নিলো এফসি গোয়া।ডেরিক পেরেইরার দলের হয়ে অনবদ্য হ্যাটট্রিক করলেন জর্জ অর্তিজ। অর্তিজের তিন গোল, উইংকেল ছোটের একটি গোল এবং চেন্নাইয়ান এফসির নারায়ণ দাসের আত্মঘাতী গোলের সৌজন্যে বোজিদার ব্যান্ডোভিচদের ৫-০ গোলে ধরাশায়ী করে তিন পয়েন্ট অর্জন করেছে গোয়া। ডেরিক পেরেইরার দল রয়েছে পয়েন্ট তালিকার নবম স্থানে।

বুধবার চেন্নাইয়ান এফসিকে কার্যত পাত্তাই দেয়নি এফসি গোয়া। ম্যাচ শুরুর ৬ মিনিটেই উইংকেল ছোটে গোল করে এগিয়ে দেন গোয়াকে। প্রথমার্ধের ২০ মিনিট এবং ৪১ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড জর্জ অর্তিজ গোল করে এফসি গোয়াকে আরও এগিয়ে দেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে আত্মঘাতী গোল করে এফসি গোয়ার স্কোরলাইন ৪-০ করেন নারায়ণ দাস।

দ্বিতীয়ার্ধ শুরুর পর ফের দাপট দেখাতে শুরু করে গোয়া। ম্যাচের বয়স তখন ৫৩ মিনিট। আইবান ডহলিং-এর বাড়ানো পাস থেকে চেন্নাইয়ান এফসির কফিনে শেষ পেরকটি পুঁতে দেন অর্তিজ। সেই সঙ্গে নিজের হ্যাটট্রিকও পূর্ণ করেন স্প্যানিশ ফরোয়ার্ড। ম্যাচের শেষ পর্যন্ত এই লীড ধরে রেখেই তিন পয়েন্ট অর্জন করেন ডেরিক পেরেইরারা।

চেন্নাইয়ান এফসিকে হারিয়ে পয়েন্ট তালিকার নবম স্থানে রয়েছে এফসি গোয়া। ১৬ ম্যাচে ৪ টি জয় এবং ৬ টি ড্র নিয়ে ১৮ পয়েন্ট তাদের। চেন্নাইয়ান এফসি রয়েছে ঠিক গোয়ার আগে। ১৬ ম্যাচে ৫ টি জয় এবং ৪ টি ড্র নিয়ে ১৮ পয়েন্ট বোজিদার ব্যান্ডোভিচদের।

এফসি গোয়া  বনাম চেন্নাইয়ান এফসি
IND VS WI: ক্যারিবিয়ানদের ৪৪ রানে হারিয়ে ওডিআই সিরিজ নিশ্চিত করলো রোহিত বাহিনী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in