Mohun Bagan: মোহনবাগানে এলেন আরও এক বিশ্বকাপার!

People's Reporter: আইএসএলে এর আগে এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছেন তিনি। গত তিন মরসুম এফসি গোয়াতে ছিলেন তিনি।
ধীরাজ সিং
ধীরাজ সিংছবি - সংগৃহীত
Published on

মোহনবাগান সুপার জায়ান্টে সই করলেন আরও এক বিশ্বকাপার। ২০১৭ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলা ভারতীয় গোলরক্ষক ধীরাজ সিং সই করলেন সবুজ মেরুন ব্রিগেডে। ১ বছরের চুক্তিতে মোহনবাগানে সই করলেন ধীরাজ। এর আগেও তিনি মোহনবাগানে খেলেছেন। তবে বেশি সুযোগ না পাওয়ার কারণে দল পরিবর্তন করেছিলেন।

আইএসএলে এর আগে এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছেন তিনি। গত তিন মরসুম এফসি গোয়াতে ছিলেন তিনি। ৩ মরসুমে গোয়ার হয়ে ৫৩টি ম্যাচ খেলেছেন তিনি। মূলত বিশাল কাইথের ডেপুটি হিসেবে দেখা যাবে তাঁকে।

নবনিযুক্ত কোচ হোসে মোলিনার তত্ত্বাবধানে সবুজ-মেরুনের প্রাক মরসুম প্রস্তুতি শুরু হবে ২৯ জুলাই। ক্লাবের পক্ষ থেকে সম্প্রতি এমনই জানানো হয়েছে।

গত মরসুমের দল থেকে এবার ৫ বিদেশী জনি কাউকো, হুগো বুমৌস, ব্রেন্ডান হ্যামিল, হেক্টর ইউস্তে এবং আর্মান্দো সাদিকুকে ছেড়ে দিয়েছে তারা। বদলে নয়া ৪ বিদেশিকে সই করিয়েছে মোহনবাগান। লালরিনলিয়ানা হামতে ও কিয়ান নাসিরিও এবার মোহনবাগান ছেড়েছেন। দুই তরুণ ডিফেন্ডার দীপ্পেন্দু বিশ্বাস ও অভিষেক সূর্যবংশীর চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। মনবীর সিং, লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা, বিশাল কাইথ,শুভাশিস বোস, আশিস রাই, সহাল আব্দুল সামাদরা মোহনবাগানেই রয়েছেন। চোট সারিয়ে এ মরসুমে ফিরছেন আশিক কুরুনিয়ানও।

ধীরাজ সিং
Mohun Bagan: মোহনবাগানে যোগ দিয়ে আবেগপ্রবণ বিশ্বকাপার ম্যাকলারেন
ধীরাজ সিং
'ইস্টবেঙ্গলের বরাবরের স্বভাব অন্যর দল ভাঙিয়ে নেওয়া' - আনোয়ার ইস্যুতে কটাক্ষ বাগান সচিবের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in