মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেছেন কুস্তিগীর ভীনেশ ফোগাট। এরপরই তাঁকে আক্রমণ করলেন ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং। অলিম্পিক্সের মঞ্চে ভীনেশ প্রতারণা করেছেন বলে অভিযোগ করলেন যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ।
ব্রিজ ভূষণের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের সাথে যৌন নির্যাতনের অভিযোগ এনে আন্দোলন করেছিলেন বজরং পুনিয়া, ভীনেশ ফোগাট এবং সাক্ষী মালিক সহ একাধিক কুস্তিগীর। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে তৎকালীন ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় ব্রিজভূষণকে। সুপ্রিম কোর্ট তাঁর বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেয়। চব্বিশের নির্বাচনে বিজেপি তাঁকে টিকিটও দেয়নি। এবার পাল্টা ভীনেশ এবং বজরং কংগ্রেসে যোগ দিতেই তাঁদের আক্রমণ করলেন ব্রিজ ভূষণ। অলিম্পিক্সে যাওয়া এবং পদক হাতছাড়া হওয়া নিয়ে ভীনেশকে কটাক্ষ করলেন তিনি।
ব্রিজ ভূষণ বলেন, “আমি ভীনেশ ফোগাটকে জিজ্ঞাসা করতে চাই একজন খেলোয়াড় কি একদিনে দুটি ওজন বিভাগে ট্রায়াল দিতে পারে? ওজন করার পর কি পাঁচ ঘণ্টার জন্য ট্রায়াল থামানো যায়?... আসলে আপনি কুস্তি জেতেননি, আপনি প্রতারণা করে সেখানে গিয়েছিলেন। ঈশ্বর আপনাকে এর জন্য শাস্তি দিয়েছেন”।
প্রাক্তন বিজেপি সাংসদ আরও বলেন, “ক্রীড়ার ক্ষেত্রে হরিয়ানা ভারতের মুকুট। আর প্রায় আড়াই বছর ধরে সেখানে কুস্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছেন এঁরা (ভীনেশ, বজরংরা)। যাঁরা কুস্তি বিশেষজ্ঞ তাঁদের আমি জিজ্ঞাসা করতে চাই যে, এটা কি সত্য নয় যে বজরং ট্রায়াল ছাড়াই এশিয়ান গেমসে গিয়েছিলেন?”
পাশাপাশি ব্রিজ ভূষণ জানান, দল যদি চায় তাহলে হরিয়ানা বিজেপির হয়ে প্রচার করবেন তিনি। তাঁর দাবি, হরিয়ানা বিধানসভার যেকোনও বিজেপি প্রার্থীই ভীনেশ ফোগাটকে পরাজিত করতে পারবেন। পাশাপাশি জোর গলায় তিনি জানান, "আমি কোনও মহিলা কুস্তিগীরকে যৌন হেনস্থা করিনি। বজরং এবং ভীনেশ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।"
প্রসঙ্গত, শুক্রবারই আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন ভীনেশ ফোগাট এবং বজরং পুনিয়া। রেলের চাকরি ছেড়ে হাত শিবিরের পতাকা তুলে নেন ভীনেশ। মল্লিকার্জুন খাড়গে এবং কেসি ভেণুগোপালের উপস্থিতিতে কংগ্রেসে যোগদান করেন দুই কুস্তিগীর। আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে হরিয়ানার জুলানা থেকে ভোটে লড়বেন ভীনেশ। বজরং-কে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে দলে যোগদানের পরই তাঁকে অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেসের ওয়ার্কিং চেয়ারম্যান করেছে কংগ্রেস।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন