Asian Games 2023: তিরন্দাজিতে সোনা ও রুপো নিশ্চিত দুই ভারতীয়র!

People's Reporter: ওজাস ডিওটেল দক্ষিণ কোরিয়ার ইয়ান জিয়নকে ১৫০-১৪৬ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছেন। অন্যদিকে আরেক কোরিয়ান প্রতিপক্ষ জিহুনকে ১৪৭-১৪৬ ব্যবধানে হারান অভিষেক বর্মা।
ওজাস ডিওটেল (বামদিক) এবং অভিষেক বর্মা (ডানদিক)
ওজাস ডিওটেল (বামদিক) এবং অভিষেক বর্মা (ডানদিক)ছবি - সংগৃহীত
Published on

তিরন্দাজিতে সোনা ও রুপো নিশ্চিত করলো ভারতীয় তিরন্দাজরা। কমপাউন্ডের ফাইনালে উঠলেন ভারতের ওজাস ডিওটেল এবং অভিষেক বর্মা।

মঙ্গলবার কমপাউন্ডের সেমিফাইনালে দুই ভারতীয় তিরন্দাজের বাজিমাত। কোরিয়ান প্রতিপক্ষকে হারিয়ে দু'জনেই পদক নিশ্চিত করেছেন। ওজাস ডিওটেল দক্ষিণ কোরিয়ার ইয়ান জিয়নকে ১৫০-১৪৬ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছেন। অন্যদিকে আরেক কোরিয়ান প্রতিপক্ষ জিহুনকে ১৪৭-১৪৬ ব্যবধানে হারান অভিষেক বর্মা। আগামী শনিবার ফাইনালে মুখোমুখি হবে দুই ভারতীয়।

আবার মহিলাদের কমপাউন্ডে রুপো নিশ্চিত করেছেন ভারতের জ্যোতি সুরেখা ভেনাম। সেমিফাইনালে স্বদেশী অদিতি গোপীচান্দ ১৪৬-১৪৯ ব্যবধানে হেরে যান। ১২তম শটে ১২০-১১৯ ব্যবধানে এগিয়ে ছিলেন অদিতি। কিন্তু ১৩তম শটে পিছিয়ে পড়েন তিনি। ফলে ব্রোঞ্জের জন্য লড়াই করবেন তিনি।

পারুল চৌধুরী ৫০০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন। ডিকাথলনে তেজস্বীন শঙ্করের হাত ধরে রুপো জিতেছে ভারত। ডিকাথলনে মোট পয়েন্ট পেয়েছে ৭৬৬৬। এটি জাতীয় রেকর্ডও বটে। ট্রিপল জাম্পে ব্রোঞ্জ জিতেছেন ভারতের প্রবীণ চিত্রাভেল (১৬.৬৮মি)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত জিতেছে ১৪টি সোনা, ২৬টি রুপো এবং ২৭টি ব্রোঞ্জ। চতুর্থ স্থানে রয়েছে ভারত। প্রথমে আছে চীন। তারা সোনা পেয়েছে ১৫৬টি, রুপো ৮৫টি এবং ব্রোঞ্জ ৪৩টি। দ্বিতীয় স্থানে আছে জাপান। ৩৩টি সোনা, ৪৫টি রুপো এবং ৪৯টি ব্রোঞ্জ পেয়েছে তারা। ৩২টি সোনা, ৪২টি রুপো এবং ৬৩টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কোরিয়া রিপাবলিক।

ওজাস ডিওটেল (বামদিক) এবং অভিষেক বর্মা (ডানদিক)
East Bengal: স্মরণীয় দিন লাল-হলুদের! সন্দীপ পাটিলের উপস্থিতিতে স্পনসর ঘোষণা ইস্টবেঙ্গল ক্রিকেটের
ওজাস ডিওটেল (বামদিক) এবং অভিষেক বর্মা (ডানদিক)
AFC Cup 2023: কামিংস ম্যাজিকেই মাজিয়া বধ বাগানের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in