ঘরে ফিরলেন 'সোনার মেয়ে' তিতাস, সংবর্ধনা দিতে এলেন না সিএবি কর্তারা!

People's Reporter: শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে তিতাস ১টি মেডেন-সহ ৪ ওভারে ৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
কলকাতা বিমানবন্দরে তিতাস
কলকাতা বিমানবন্দরে তিতাসছবি - নিজস্ব
Published on

এশিয়ান গেমসে সোনা জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর ভারতকে সোনা জিতিয়ে কলকাতায় ফিরলেন বাংলার পেসার তিতাস সাধু। বুধবার সকাল ৯টায় কলকাতায় এলেন তিতাস। কিন্তু বিমানবন্দরে দেখা মিললো না সিএবি কর্তাদের। যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে তিতাস ১টি মেডেন-সহ ৪ ওভারে ৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ১৯ বছরের তিতাস বিমানবন্দরে নেমে জানান, 'সোনা জিতে খুবই ভালো লাগছে। আমি নিজের মনে মনে একটা টার্গেট তৈরি করি, সেই অনুসারে বোলিং করার চেষ্টা করি।'

একইসঙ্গে তিতাস তাঁর আইকন ঝুলন গোস্মামীর প্রশংসাও করেছেন। তিনি বলেন, 'ঝুলন দি-র থেকে অনেক কিছু শিখতে পেরেছি। বাংলা দলের শিবিরে ওনাকে কাছ থেকে পেয়েছি। আগামী দিনে আরও ভালো খেলাই লক্ষ্য।'

যুব বিশ্বকাপ জেতার সময় সিএবি কর্তারা তাঁকে সংবর্ধনা দিতে এলেও এদিন কোনো কর্তাকে দেখতে পাওয়া যায়নি। আগামী ২৯ সেপ্টেম্বর তিতাসের জন্মদিন। এরপরে তিনি ভারতীয় দলের হয়ে খেলতে বাইরে যাবেন। এই পেস বোলার হুগলির চুঁচুড়া থেকে উঠে এসেছেন। বাংলার হয়েই তিনি ক্রিকেট খেলেন। চলতি বছর মহিলা প্রিমিয়ার লিগে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে তিনি চুটিয়ে খেললেও সিনিয়র ক্রিকেট দলের হয়ে এখনও পর্যন্ত তিনি মাত্র দুটো ম্যাচই খেলে চার উইকেট নিয়েছেন।

কলকাতা বিমানবন্দরে তিতাস
ISL 2023-24: নেই সুনীল ছেত্রী, তবুও বেঙ্গালুরুকে নিয়ে চিন্তায় বাগান কোচ
কলকাতা বিমানবন্দরে তিতাস
Asian Games 2023: তিতাসের দুরন্ত বোলিংয়ে সোনা জয় ভারতের, বাড়ি ফিরলে জন্মদিনে চাইনিজ খাওয়াতে চান বাবা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in