FIFA world Cup 22: বিশ্বকাপের গ্রুপগুলির মধ্যে অন্যতম সেরা গ্রুপ 'ই'! কোন ৪ দেশ আছে জানেন?

বিশেষজ্ঞদের মতে এই গ্রুপের খেলা সবথেকে বেশি রোমাঞ্চকর হতে চলেছে। গ্রুপ ‘ই’-তে আছে জার্মানি, স্পেন, জাপান ও কোস্টারিকা।
FIFA world Cup 22: বিশ্বকাপের গ্রুপগুলির মধ্যে অন্যতম সেরা গ্রুপ 'ই'! কোন ৪ দেশ আছে জানেন?
ছবি সৌজন্য ফিফা
Published on

২০২২ কাতার বিশ্বকাপের অন্যতম সেরা গ্রুপ হলো গ্রুপ ‘ই’। দুই ইউরোপ জায়ান্ট, এশিয়ার অন্যতম সেরা দেশ এবং লাতিন আমেরিকার একটি দেশ রয়েছে এই গ্রুপে। বিশেষজ্ঞদের মতে এই গ্রুপের খেলা সবথেকে বেশি রোমাঞ্চকর হতে চলেছে।

গ্রুপ ‘ই’-তে রয়েছে জার্মানি, স্পেন, জাপান ও কোস্টারিকা।

কোস্টারিকা

গোলরক্ষক: কিলর নাভাস, এস্তেবান আলভারাদো, প্যাট্রিক সিকুইরা।

ডিফেন্ডার: ফ্রান্সিসকো ক্যালভো, হুয়ান পাবলো ভার্গাস, কেন্ডাল ওয়াস্টন, অস্কার ডুয়ার্তে, ড্যানিয়েল চ্যাকন, কিশার ফুলার, কার্লোস মার্টিনেজ, ব্রায়ান ওভিয়েডো, রোনাল্ড মাতাররিটা।

মিডফিল্ডার: ইয়েলতসিন তেজেদা, সেলসো বোর্গেস, ইউস্টিন সালাস, রোয়ান উইলসন, গেরসন টরেস, ডগলাস লোপেজ, জেউইসন বেনেট, আলভারো জামোরা, অ্যান্থনি হার্নান্দেজ, ব্র্যান্ডন আগুইলেরা এবং ব্রায়ান রুইজ।

ফরোয়ার্ড: জোয়েল ক্যাম্পবেল, অ্যান্থনি কনটেরাস, জোহান ভেনেগাস।

 

জার্মানি

গোলরক্ষক: ম্যানুয়েল নিউয়ার, মার্ক-আন্দ্রে টের স্টেগেন, কেভিন ট্র্যাপ।

ডিফেন্ডার: আর্মেল বেলা-কোটচাপ, ম্যাথিয়াস গিন্টার, ক্রিশ্চিয়ান গুন্টার, থিলো কেহেরার, লুকাস ক্লোস্টারম্যান, ডেভিড রাউম, আন্তোনিও রুডিগার, নিকো স্লোটারবেক, নিকলাস সুলে

মিডফিল্ডার: জুলিয়ান ব্র্যান্ডট, নিকলাস ফুলক্রুগ, লিওন গোরেটজকা, মারিও গোটজে, ইল্কে গুন্ডোগান, জোনাস হফম্যান, জোশুয়া কিমিচ, জামাল মুসিয়ালা

ফরোয়ার্ড: করিম আদেয়েমি, সার্জ গ্যানাব্রি, কাই হাভার্টজ, ইউসুফা মৌকোকো, টমাস মুলার এবং লেরয় সানে।

 

জাপান

গোলরক্ষক: শুইচি গোন্ডা, ড্যানিয়েল শ্মিট, ইজি কাওয়াশিমা।

ডিফেন্ডার: মিকি ইয়ামানে, হিরোকি সাকাই, মায়া ইয়োশিদা, তাকেহিরো তোমিয়াসু, শোগো তানিগুচি, কো ইতাকুরা, হিরোকি ইতো, ইউতো নাগাতোমো।

মিডফিল্ডার: ওয়াতারু এন্ডো, হিদেমাসা মরিতা, আও তানাকা, গাকু শিবাসাকি, কাওরু মিতোমা, দাইচি কামাদা, রিতসু দোয়ান, জুনিয়া ইতো, তাকুমি মিনামিনো, তাকেফুসা কুবো, ইউকি সোমা।

ফরোয়ার্ড: ডাইজেন মায়েদা, তাকুমা আসানো, শুতো মাচিনো, আয়াসে উয়েদা।

 

স্পেন

গোলরক্ষক: উনাই সিমন, রবার্ট সানচেজ, ডেভিড রায়া।

ডিফেন্ডার: দানি কারভাজাল, সিজার আজপিলিকুয়েটা, এরিক গার্সিয়া, হুগো গুইলামন, পাউ টরেস, লাপোর্তে, জর্ডি আলবা, হোসে গায়া।

মিডফিল্ডার: সার্জিও বুসকেটস, রদ্রি, গাভি, কার্লোস সোলার, মার্কোস লোরেন্তে, পেদ্রি, কোকে।

ফরোয়ার্ড: ফেরান তোরেস, পাবলো সারাবিয়া, ইয়েরেমি পিনো, আলভারো মোরাতা, মার্কো অ্যাসেনসিও, নিকো উইলিয়ামস, আনসু ফাতি ও দানি ওলমো।

একনজরে দেখা যাক এই চার দলের ফিক্সচার

জার্মানি বনাম জাপান (২৩ নভেম্বর), স্পেন বনাম কোস্টারিকা (২৩ নভেম্বর), জাপান বনাম কোস্টারিকা (২৭ নভেম্বর), স্পেন বনাম জার্মানি (২৮ নভেম্বর), জাপান বনাম স্পেন (২ ডিসেম্বর) ও কোস্টারিকা বনাম জার্মানি (২ ডিসেম্বর)।

এই গ্রুপের প্রথম স্থানে যে থাকবে তার সাথে গ্রুপ ‘এফ’-র দ্বিতীয়ের খেলা হবে। আর গ্রুপ ‘ই’-র দ্বিতীয়ের সাথে গ্রুপ ‘এফ’-র প্রথম স্থানের খেলা হবে।

FIFA world Cup 22: বিশ্বকাপের গ্রুপগুলির মধ্যে অন্যতম সেরা গ্রুপ 'ই'! কোন ৪ দেশ আছে জানেন?
FIFA World Cup 22: ফিফা বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ১০টি গোলের মালিক কারা? দেখে নিন একনজরে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in