এফ এ কাপের শেষ আটে উঠলো ম্যানচেস্টার সিটি। আর সেই ম্যাচে একাই পাঁচ গোল করলেন আর্লিং হলান্ড। এই নিয়ে গত দেড় বছরে আট বার হ্যাট্রিক করলেন আর্লিং হলান্ড। আর্লিং হলান্ডই ম্যানচেস্টার সিটির প্রথম প্লেয়ার যিনি দু'বার একাই পাঁচ গোল করেছেন।
২৬ ফেব্রুয়ারি থেকে এফ এ কাপের পঞ্চম রাউন্ড শুরু হয়েছে। শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। মঙ্গলবার মধ্যরাতে লাউটন সিটির মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। সেই ৬-২ ব্যবধানে লাউটনকে উড়িয়ে দেয় ম্যান সিটি। যার মধ্যে আর্লিং হলান্ড একাই করেন ৫টি গোল।
প্রথমার্ধেই হ্যাট্রিক করে ফেলেন এই তারকা প্লেয়ার। ৩ মিনিট, ১৮ মিনিট, ৪০ মিনিটে প্রথম ৩টি গোল করেন। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে এবং ৫৮ মিনিটে বাকি দুটি গোল করেন হলান্ড। ৭২ মিনিটে দলের ষষ্ঠ গোল করেন মাতেও কোভাচিচ। লাউটন সিটির হয়ে ২টি গোল করেন জর্ডান ক্লার্ক।
ম্যাচ শেষে হলান্ড বলেন, 'আমার ফিটনেস আবার ফিরে এসেছে। এতগুলো গোল করে খুব ভালো লাগছে। সবথেকে বেশি আনন্দিত দলকে জেতাতে পেরে'।
পঞ্চম রাউন্ডের অন্য তিনটি ম্যাচে মেডস্টোন ইউনাইটেডকে ৫-০ ব্যবধানে হারায় কোভেন্ট্রি। বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়েছে লিয়েস্টার সিটি। ব্ল্যাকবার্ন রোভার্সকে ৩-৪ ব্যবধানে পেনাল্টিতে হারায় নিউক্যাসেল।
পরবর্তী চারটে ম্যাচ রয়েছে বুধবার মধ্যরাতে। লিডস ইউনাইটেড খেলবে চেলসির বিরুদ্ধে। নটম ফরেস্টের সামনে ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলের প্রতিপক্ষ সাউদাম্পটন এবং উলভস খেলবে ব্রিগটনের বিরুদ্ধে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন