ISL 2023-24: 'টানা ম্যাচ খেলায় সমস্যা' - গোয়া ম্যাচ জিতেও অসন্তুষ্ট হাবাস

People's Reporter: হাবাস বলেন, এক সপ্তাহে আমাদের তিনটে ম্যাচ খেলতে হচ্ছে। আমাদের অনেক সফর করতে হচ্ছে। বারবার যে আবহাওয়া, তাপমাত্রারও পরিবর্তন হচ্ছে, সেটাও দেখতে হবে।
হাবাস
হাবাসছবি - মোহনবাগানের ফেসবুক পেজ
Published on

আবারও মোহনবাগানের পরিত্রাতা দিমিত্রি পেত্রাতোস। সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্সডের রাতে সবুজ মেরুন সমর্থকদের জয়সূচক গোল উপহার দেন দিমিত্রি।‌ বুধবার ফাতোর্দাতে এফসি গোয়াকে ১-০ গোলে হারিয়ে টেবিলে তিন নম্বরে উঠে এল মোহনবাগান।

৭৪ মিনিটে ম্যাচের একমাত্র গোল পেত্রাতোসের। যার ফলে মানোলো মার্কুয়েজের বিরুদ্ধে আন্তোনিও লোপেজ হাবাসের অপরাজেয় রেকর্ড অক্ষত থাকলো। জয়ের ফলে প্রথম তিনে উঠে এলো মোহনবাগান।

ম্যাচের পরে হাবাস বলেন, এই জয় খুবই দরকার ছিল। কারণ, এফসি গোয়া এক নম্বর দল, যাদের কেউ হারাতে পারেনি। তা ছাড়া দলটা এখন ক্রমশ উন্নতি করতে শুরু করেছে। এখানে আমরা জেতার সম্ভাবনা নিয়েই এসেছিলাম। গোয়া একটা ম্যাচেও হারেনি। অবশেষে আমাদের কাছেই হারল।

তিনি আরও বলেন, "এটাই এই জয়ের জন্য খুবই জরুরি ছিল। দলের তরুণ খেলোয়াড়দের জন্য আমাদের শক্তি বজায় রাখা সম্ভব হচ্ছে। আমাদের এখন প্রথম এগারো নিয়ে ভাবতে হচ্ছে। কারণ, এক সপ্তাহে আমাদের তিনটে ম্যাচ খেলতে হচ্ছে। আমাদের অনেক সফর করতে হচ্ছে। বারবার যে আবহাওয়া, তাপমাত্রারও পরিবর্তন হচ্ছে, সেটাও দেখতে হবে। পরের ম্যাচে হয়তো প্রথম এগারোয় ৪-৫টা বদল করতে হবে"।

হাবাস
IND vs ENG: চোট নিয়ে বোর্ডকে বিভ্রান্ত করছেন রাহুল! অসন্তুষ্ট BCCI
হাবাস
Dattajirao Gaekwad: ভারতের প্রবীণতম টেস্ট ক্রিকেটার দত্তাজিরাও প্রয়াত!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in