Mohun Bagan Super Giant: 'হাবাস তো ছিলই দলের সঙ্গে' - ফেরান্দোর চলে যাওয়ার পরে মন্তব্য দেবাশিসের

People's Reporter: মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, জুয়ান ব্যর্থ হচ্ছিল, সেই কারণে ম্যানেজমেন্ট আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে জুয়ানকে রিলিজ দেওয়ার এবং হাবাসকে পূর্ণ সময়ের দায়িত্ব দেওয়ার।
দেবাশিস দত্ত
দেবাশিস দত্তছবি - সংগৃহীত
Published on

মোহনবাগানের কোচের পদ থেকে সরানো হয়েছে হুয়ান ফেরান্দোকে। লিগ চলাকালীনই বুধবার এই ঘোষণা করে ক্লাব। আসন্ন কলিঙ্গ সুপার কাপ থেকে দলকে প্রশিক্ষণ দেবেন আন্তোনিও লোপেজ হাবাস।

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, 'হাবাস আমাদের টিডি ছিলই। জুয়ান ব্যর্থ হচ্ছিল, সেই কারণে ম্যানেজমেন্ট আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে জুয়ানকে রিলিজ দেওয়ার এবং হাবাসকে পূর্ণ সময়ের দায়িত্ব দেওয়ার'।

তবে দায়িত্ব পেলেও হাবাস কতদিনে দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন সেটা জানাননি দেবাশিস দত্ত। তিনি বলেন, 'হাবাসের ভিসা হয়নি, পেলেই আসবেন'। জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডো নিয়ে দেবাশিস জানান, 'ট্রান্সফার নিয়ে যা হাবাস ঠিক করবেন তাই হবে। তিনি কোন প্লেয়ারের রিপ্লেসমেন্ট চাইছেন, কাকে চাইছেন না সেটা তিনিই ঠিক করবেন'।

চলতি মরশুম ডুরান্ড কাপ জয় দিয়ে শুরু করলেও এএফসি কাপে অপ্রত্যাশিত ভাবে খারাপ ফল করে তারা। বিপুল পরিমাণ টাকা খরচ করে টিম করার পরও তাঁরা ব্যর্থ হয়। ওড়িশা এফসি, বসুন্ধরা কিংস এবং মাজিয়া এফসির বিরুদ্ধেও হারতে হয়ে মোহনবাগানকে। আবার বছরের শেষ তিন ম্যাচে টানা হারে , যা তাদের আইএসএল ইতিহাসে কখনও হয়নি। সম্ভবত এই ব্যর্থতার কারণেই দলের দায়িত্ব ছেড়ে দিলেন ফেরান্দো।

দেবাশিস দত্ত
Wrestlers Protest: ভারতীয় কুস্তিতে নয়া মোড়, সাক্ষী-বজরংদের বিরুদ্ধে পথে নামল শতাধিক জুনিয়র কুস্তিগীর
দেবাশিস দত্ত
Mohun Bagan: টানা খারাপ ফলের জের, মোহনবাগান কোচের পদ থেকে সরানো হল ফেরান্দোকে; পরিবর্তে এলেন হাবাস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in