আগামী মরসুমে আইএসএলের আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে মোহনবাগান। তবে খারাপ খবর বাগান শিবিরে। সূত্রের খবর, পরিবারকে সময় দেওয়ার জন্য কোচ অ্যান্তোনিয়ো লোপেজ হাবাস পূর্ণ সময়ের জন্য বাগানের দায়িত্বে থাকতে পারবেন না। বাগানের টিডি হিসেবে থাকবেন এই স্প্যানিশ কোচ। ফলে ভালো দল গঠনের পাশাপাশি হেভিওয়েট কোচ নিযুক্তির দিকেও গুরুত্ব দিতে চাইছেন বাগান কর্তারা।
বাগান সূত্রে জানা যাচ্ছে, কর্তৃপক্ষ ৪-৫ জন কোচের উপর নজর রেখেছে। নাম উঠে আসছে ওড়িশার কোচ সার্জিও লোবেরার। অনেকের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হলেও, লোবেরাকে কোনও প্রস্তাব দেওয়া হয়নি।
ওড়িশা এফসির সঙ্গে চুক্তি না বাড়িয়ে লোবেরার এজেন্টই বিভিন্ন ক্লাবের সঙ্গে যোগাযোগ করছেন। এছাড়া অনেক বিদেশী কোচকে মোহনবাগান টার্গেট করছে যাঁরা অতীতে ভারতীয় ফুটবলে কোচিং করাননি।
এবারও লিগ এবং ডুরান্ডে জুনিয়র দল খেলানোর উদ্যোগ নিতে চলেছে মোহনবাগান। কলকাতা লিগের প্রস্তুতি আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে। তার আগেই মোহনবাগান কোচ সমস্যা দূর করতে চাইছে। কারণ আগামী এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে ক্লাব। হাবাসের কোচিংয়ে মোহনবাগান গত মরসুমে লিগ শিল্ড জিতলেও আইএসএলে রানার্স হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন