অন্ধ্রপ্রদেশের হয়ে আর রঞ্জি ট্রফি খেলতে দেখা যাবে না হনুমা বিহারীকে। নিজের এক্স হ্যান্ডেলে দলের এক ক্রিকেটার ও অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে সরব হয়ে এমনটাই জানালেন তিনি।
রঞ্জি ট্রফি নিয়ে একের পর এক ক্রিকেটার সরব হচ্ছেন। সদ্য অবসর নেওয়া বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি রঞ্জি ট্রফি বন্ধ করে দেওয়ারও দাবি জানিয়েছেন। এবার অন্ধ্রপ্রদেশের হয়ে আর রঞ্জি ট্রফি না খেলার কথা জানালেন হনুমা বিহারী। সোমবার সোশ্যাল মিডিয়ায় অন্ধ্র ছাড়ার কারণ বিস্তারিত লেখেন এই ক্রিকেটার।
তিনি লেখেন, '২০২৩-২৪ রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলার বিরুদ্ধে আমি দলের অধিনায়ক ছিলাম। খেলা চলাকালীন ১৭ নম্বর ক্রিকেটারের উপর চিৎকার করি। সে পরে গিয়ে তার বাবার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ জানায়। তার বাবা একজন রাজনীতিবিদ। প্রভাবশালী হওয়ার কারণে তিনি অন্ধ্র ক্রিকেট সংস্থাকে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন'।
তিনি আরও জানান, 'গতবারের ফাইনালিস্ট বাংলার বিরুদ্ধে আমরা ৪১০ রান চেজ করি। তারপরেও আমাকে অকারণে অধিনায়কত্ব থেকে পদত্যাগ করতে বলা হয়। কিন্তু আমার কোনো দোষই ছিল না। তবে ব্যক্তিগতভাবে আমি ওই ক্রিকেটারকে কিছু বলিনি। তবে রাজ্য সংস্থা ভাবলো গতবার যে দলের প্রয়োজনে বাঁ হাতে ব্যাট করেছিল, দলকে পাঁচ বার নক আউটে তুলেছিল তার থেকেও অন্য একজন ক্রিকেটার বেশি গুরুত্বপূর্ণ'।
পাশাপাশি হনুমা বিহারী লেখেন, 'সংস্থা ভাবে তারা আছে বলেই ক্রিকেটাররা আছে। তাই সমস্ত কথা মেনে চলতে হবে। আমি এই দলকে ভালোবাসি। তাই দলের সব সময় ভালো চেয়েছি। কিন্তু আমার কাছে আত্মসম্মান আগে। তাই আমি ঠিক করেছি আর কোনোদিন অন্ধ্রের হয়ে খেলবো না'।
উল্লেখ্য, ভারতের হয়ে ১৬টি টেস্ট খেলেছেন হনুমা বিহারী। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় জার্সিতে অভিষেক হয়েছিল হনুমার। টেস্টে ভারতের হয়ে ৮৩৯ রান করেছেন। সর্বোচ্চ স্কোর করেছিলেন ১১১।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন