ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লেজেন্ড খেতাব জিতে বিতর্কিত ভিডিও পোস্ট করায় ক্ষমা চাইলেন হরভজন সিং। ম্যাচ শেষে নিজেদের শারীরিক অবস্থা বোঝানোর জন্যই ওই ভিডিও করেছিলেন বলে জানান প্রাক্তন ভারতীয় তারকা।
দুরন্ত পাকিস্তান চ্যাম্পিয়ন্সকে হারিয়ে ৫ উইকেটে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লেজেন্ড জেতে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স। ফাইনাল জিতে বলিউড অভিনেতা ভিকি কৌশলের নতুন একটি সিনেমার গানে রিলস বানিয়েছিলেন ভারতের প্রাক্তন ৪ ক্রিকেটার। যা নিয়ে বিতর্ক শুরু হয়।
ভিডিওটিতে দেখা যায়, সকলেই প্রতিবন্ধীদের মতো অঙ্গভঙ্গি করছেন। অনেকেই এই ভিডিও নিয়ে সমালোচনা করেন। তাঁরা জানান ক্রিকেটারদের আচরণ প্রতিবন্ধীদের অসম্মান করেছে। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার জেরে ক্ষমা চান হরভজন সিং। তিনি বলেন, 'আমরা কাউকে অপমান করতে চাইনি। আমরা সকলকে সম্মান করি। ওই ভিডিওটিতে শুধুমাত্র আমাদের শারীরিক অবস্থা দেখাচ্ছিলাম। কারণ টানা ১৫ দিন ক্রিকেট খেলতে হয়েছে আমাদের'।
হরভজন সিং আরও জানান, 'অনেকেই ভেবেছেন আমরা কাউকে অপমান করছি। ভুল কিছু করেছি। সকলের কাছেই ক্ষমা চাইছি। এইবার বিষয়টি নিয়ে আলোচনা বন্ধ করুন'।
অন্যদিকে, বিতর্কিত ভিডিও পোস্ট করার জেরে হরভজন সিং, যুবরাজ সিং, সুরেশ রায়না এবং গুরকিরত মানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন আরমান আলি নামের এক ব্যক্তি। ওই ব্যক্তি National Centre for Promotion of Employment for Disabled-র এক্সিকিউটিভ ডিরেক্টর। অমর কলোনি থানায় অভিযোগটি দায়ের করেন। এমনকি মেটা ইন্ডিয়ার সহ-সভাপতি সন্ধ্যা দেবানাথনের বিরুদ্ধেও অভিযোগ করেছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, ইনস্টাগ্রামের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন, ২০০০ ভঙ্গ করার অভিযোগ দায়ের হয়েছে। সমস্ত অভিযোগ জেলা সাইবার সেলের কাছে পাঠানো হয়েছে। সাইবের সেল এই অভিযোগের তদন্ত করবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন