Asia Cup: ভারতের দল নির্বাচন নিয়ে ক্ষুব্ধ হরভজন, দলে শামি কেন বাদ? প্রশ্ন রবি শাস্ত্রীর

হরভজন সিং লেখেন, ‘কোথায় উমরান মালিক (১৫০কিমি গতি)? কেন দীপক চাহার ( টপ কোয়ালিটি স্যুইং বোলার)-কে রাখা হয়নি? আমাকে বলুন তাহলে এঁরা কী সুযোগ পাওয়ার যোগ্য নয়?'
হরভজন সিং, মহম্মদ শামি এবং রবি শাস্ত্রী
হরভজন সিং, মহম্মদ শামি এবং রবি শাস্ত্রীফাইল ছবি
Published on

শ্রীলঙ্কার কাছে হারতেই ভারতীয় দলের সদস্য নির্বাচন নিয়ে আধিকারিকদের বিরুদ্ধে একাধিক প্রশ্ন উঠছে। প্রাক্তন তারকা বোলার হরভজন সিংও ট্যুইটারে একাধিক প্রশ্ন তুলেছেন বিসিসিআই-র উদ্দেশ্যে।

হরভজন সিং লেখেন, ‘কোথায় উমরান মালিক (১৫০কিমি গতি)? কেন দীপক চাহার ( টপ কোয়ালিটি স্যুইং বোলার)-কে রাখা হয়নি? আমাকে বলুন তাহলে এঁরা কী সুযোগ পাওয়ার যোগ্য নয়? কেন দীনেশ কার্তিক নিয়মিত সুযোগ পাচ্ছে না? এটা হতাশাজনক।'

চলতি এশিয়া কাপে ভারতের শুরুটা ভালো হলেও শেষ দুটো ম্যাচ হেরে একাধিক সমালোচনার সম্মুখীন হচ্ছে রোহিতদের। অনেকেই রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তুলছেন। ১৯ তম ওভারে ভুবনেশ্বরের বোলিং নিয়েও ক্ষুব্ধ বহু সমর্থক।

শুধু হরভজনই নন, ভারতীয় দল নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি বলেন, 'আমার মতে এশিয়া কাপের জন্য আরও ভালো দল নির্বাচন করা যেত। ভারতের পেস বিভাগ ঠিক ভারসাম্য বজায় রাখতে পারছে না। সেদিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। মাত্র ৪ জন ফাস্ট বোলার নিয়ে ভারত এশিয়া কাপের জন্য দুবাই এসেছে। মহম্মদ শামির মতো একজন অভিজ্ঞ বোলার থাকা সত্ত্বেও কেন নেওয়া হল না?'

উল্লেখ্য, চোটের কারণে জাদেজা ও আবেশ খান এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। তারকা পেসার জসপ্রীত বুমরাহও নেই। সেই মতো দল গঠন করা উচিত ছিল বলে মনে করছেন সমালোচকরা। ঋষভ পন্থের পারফর্ম্যান্স দেখেও বিরক্ত হয়েছেন ভারতীয় সমর্থকরা। দীনেশ কার্তিককে বসিয়ে কেন তাঁকে খেলানো হচ্ছে? নানান মহলে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই বিষয়ে এখনও রোহিত শর্মা বা বিসিসিআই-এর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

হরভজন সিং, মহম্মদ শামি এবং রবি শাস্ত্রী
Suresh Raina: সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা সুরেশ রায়নার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in