রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন আপ সাংসদ তথা ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার হরভজন সিং। বিরোধি শিবিরের একাধিক শীর্ষ নেতৃত্ব যখন এই অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছেন সেখানে দাঁড়িয়ে হরভজনের অবস্থান নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে।
আগামী ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে বহু বিশিষ্টজন আসবেন অযোধ্যায়। গোটা অনুষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অযোধ্যায় যাবেন না বিরোধী দলের শীর্ষ নেতৃত্বরা। কিন্তু সর্বভারতীয় এক সংবাদ সংস্থায় হরভজন বলেন, "অনুষ্ঠানে যোগ দিতে কে গেলো, আর কে গেলো না, তাতে আমার কিছু যায় আসে না। কংগ্রেস যেতে চায় বা না চায় এমনকি অন্যরা যাবে কি যাবে না তাদের ব্যাপার। আমি অবশ্যই যাবো"।
তিনি আরও বলেন, "একজন ঈশ্বর বিশ্বাসী ব্যক্তি হিসেবে আমার অবস্থান পরিষ্কার। যদি আমার রাম মন্দিরে যাওয়া নিয়ে কারুর কোনো সমস্যা থাকে তাহলে তিনি যা খুশি করতে পারেন। আমরা সতিই ভাগ্যবান যে আমাদের সময়ই মন্দির উদ্বোধন হচ্ছে। তাই আমাদের সকলের উচিত রাম মন্দির গিয়ে আশীর্বাদ নেওয়া। আমিও আশীর্বাদ নিতেই ২২ তারিখ যাচ্ছি"।
তবে দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল আমন্ত্রণপত্র পাননি বলেই জানিয়েছিলেন। সাথে এও বলেছিলেন, ২২ জানুয়ারির পর পরিবারের সকল সদস্যকে নিয়ে রাম মন্দিরে যাবেন।
প্রসঙ্গত, এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, লালু প্রসাদ যাদব, সীতারাম ইয়েচুরি, মমতা ব্যানার্জি, সোনিয়া গান্ধী, অধীর চৌধুরী, এন সি পি প্রধান শরদ পাওয়ারের মতো নেতৃত্বরা রাম মন্দির উদ্বোধনে যাবেন না বলেই জানিয়ে দিয়েছিলেন। বলা যেতে পারে 'ইন্ডিয়া' মঞ্চ রাম মন্দির উদ্বোধন বয়কটের সিদ্ধান্ত নিলেও ব্যাতিক্রম হিসেবে থাকলেন হরভজন সিং।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন