বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম দুই টেস্টে দাপটের সাথে জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু এই দুই টেস্টে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন লোকেশ রাহুল। শেষ দুই টেস্টে সহ-অধিনায়কের পদও হারিয়েছেন তিনি। ইন্দোর এবং আমেদাবাদে রোহিতের ডেপুটি কে হবেন তা স্পষ্ট করা হয়নি। তবে ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং সহ অধিনায়ক হিসেবে নিজের পছন্দের নাম সামনে রাখলেন। তাঁর মতে ভারতের সহ-অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া উচিত জাদেজার হাতে।
নিজের ইউটিউব চ্যানেলে ভাজ্জি বলেন, "ভারতের কোনও সহ অধিনায়ক নেই। তাহলে পরের সহ অধিনায়ক কে হতে পারে? আমি সব সময় বিশ্বাস করি যে, অধিনায়ক বা সহ অধিনায়ক এমন কাউকে করা উচিত, যে প্রথম একাদশে নিশ্চিত। সেটা দেশে হোক বা বিদেশে। আর এ ব্যাপারে সেরা রবীন্দ্র জাডেজা। আমার মতে জাডেজাকে সহ অধিনায়ক করা উচিত কারণ এঁতে ওর দায়িত্ববোধ আরও বাড়বে। ও ভাল খেলছে। সিনিয়র হিসাবে অনেকদিন খেলছে। ব্যাটিং হোক বা বোলিং, সেরা ছন্দে রয়েছে।"
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে দুর্দান্ত ছন্দে রয়েছেন জাড্ডু। হরভজন জানিয়েছেন, এই মুহূর্তে জাদেজার চেয়ে ভালো অলরাউন্ডার আর কেউ নেই, একমাত্র ইংল্যান্ডের বেন স্টোকস ছাড়া। ভাজ্জি মনে করেন, ওডিআই কিংবা টেস্ট- দুই ফর্ম্যাটেই সহ-অধিনায়ক হিসেবে জাদেজাকেই বেছে নেওয়া উচিত।
চোট সারিয়ে মাঠে ফিরে প্রথম দুটি টেস্টেই ম্যাচের সেরার পুরস্কার দখলে নিয়েছেন জাড্ডু। নাগপুর টেস্টে ৭০ রান করার পাশাপাশি প্রথম ইনিংসে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ২টি উইকেট নেন। দিল্লিতে ২৬ রান করেন, প্রথম ইনিংসে তিনটি ও দ্বিতীয় ইনিংসে ৪২ রান খরচ করে সাতটি উইকেট ঝুলিতে পুরে ফেলেন জাদেজা। এই আবহে জাড্ডুকেই সহ অধিনায়ক করার পক্ষে সওয়াল করেছেন হরভজন সিং।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন