কয়েক মাস পরই শুরু হবে টি-২০ বিশ্বকাপ। বিসিসিআই-র নির্বাচক কমিটির নজরে রয়েছে আইপিএল-এর তরুণ ক্রিকেটারদের পারফর্ম্যান্স। তরুণদের মধ্যে দলে জায়গা হতে পারে শিবম দুবের। খেলতে পারেন রিঙ্কু সিংও। এমনটাই জানাচ্ছেন ভারতের প্রাক্তন তারুকা ভেঙ্কটেশ প্রসাদ। তবে তিনি দলে হার্দিক পাণ্ডিয়াকে রাখলেন না।
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে জড়াচ্ছেন হার্দিক পাণ্ডিয়া। এমনকি আসন্ন টি-২০ বিশ্বকাপেও ভারতীয় দল থেকে বাদ পড়তে পারেন তিনি। তাঁর পরিবর্তে অন্য তারকা ব্যাটারকে দলে নেওয়া হতে পারে। তবে এখনই কিছু চূড়ান্ত হয়নি।
ভেঙ্কটেশ প্রসাদ এক্স হ্যান্ডেলে লেখেন, 'স্পিনারদের বিরুদ্ধে শিবম দুবে দারুণ খেলছেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেরা ব্যাটার হিসেবে সূর্যকে রাখা হবে এবং ব্যতিক্রমী ফিনিশিং-র ক্ষমতা রয়েছে রিঙ্কু সিং-র। এটা খুব ভালো হবে যদি টি-২০ বিশ্বকাপের প্রথম একাদশেই এই তিন ব্যাটারকে সুযোগ দেওয়া হয়। বিরাট এবং রোহিতকেও রাখতে হবে। পাশাপাশি একজন উইকেটকিপার ব্যাটসম্যান দরকার'।
বিরাট, রোহিত থাকলেও কে এল রাহুল, শ্রেয়স আইয়ার এবং হার্দিক পাণ্ডিয়ার নাম নেননি ভেঙ্কটেশ। উইকেট কিপার ব্যাটার হিসেবে কে খেলতে পারেন তাও উল্লেখ করেননি তিনি।
উল্লেখ্য, চলতি আইপিএলে চেন্নাইয়ের হয়ে দুরন্ত ছন্দে আছেন শিবম দুবে। ১৬০ স্ট্রাইক রেটে ব্যাট করছেন তিনি। ৫ ম্যাচে ইতিমধ্যেই ১৫০-র অধিক রান করেছেন তিনি। ফলে মিডল ওর্ডারের জন্য নজর রাখা হচ্ছে তাঁকে। নজরে আছেন রিঙ্কু সিং-ও।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন