পিঠের চোটে কাবু হয়ে থাকা হার্দিক পান্ডিয়াকে গুজরাটের অধিনায়কত্ব তুলে দেওয়ার পর বেশ সমালোচনা চলেছিলো নেট দুনিয়ায়। চোট সারিয়ে ফিরে এসে সেই হার্দিক অধিনায়ক হিসেবে প্রথম মরশুমেই গুজরাট টাইটানসকে শিরোপা জেতালেন। রাজস্থানের রয়্যালসের বিরুদ্ধে ফাইনালে বল হাতে আগুন ঝরালেন তিনি। সেই সঙ্গে ব্যাট হাতে জুড়লেন গুরুত্বপূর্ণ ৩৪ রান। এবারের আসরের ফাইনালে তিনিই হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। আর মজার ব্যাপার হলো পাঁচবার ফাইনালে উঠে প্রতিবারই শিরোপার স্বাদ পেয়েছেন পান্ডিয়া।
আইপিএলে প্রদর্শনের মাধ্যমে ফের জাতীয় দলে জায়গা করে নিয়েছেন হার্দিক। আইপিএল খেতাব জয়ের পর হার্দিককে তাঁর পরবর্তী লক্ষ্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে ২৮ বর্ষীয় অলরাউন্ডার জানান, তাঁর সবচেয়ে বড় লক্ষ্য ভারতের হয়ে বিশ্বকাপ জয়। এবং তার জন্য সবকিছুই করবেন হার্দিক।
গুজরাট অধিনায়ক বলেন, "আমার লক্ষ্য হলো ভারতের হয়ে বিশ্বকাপ জেতা, যেভাবেই হোক। এজন্য আমার যা করা প্রয়োজন সব করতে রাজি আছি। সবসময়ই আমি দলকে আগে রাখি। আমার জন্য লক্ষ্য তাই সাধারণ, দল যেনো আমার পুরোটা পায়।"
তিনি আরও বলেন, "ভারতের হয়ে খেলাই স্বপ্নপূরণের মতো। ক'টি ম্যাচ খেললাম সেটি বড় বিষয় নয়। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময় আনন্দের। যে ভালোবাসা ও সমর্থন আমি পাই তার সবই ভারতীয় দলের কারণে। আমি যেকোনো মূল্যে ভারতের হয়ে বিশ্বকাপ জিততে চাই।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন