IND VS WI: 'বিলাসিতা চাই না কিন্তু...' - ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের ভূমিকায় হতাশ হার্দিক পাণ্ডিয়া

হার্দিক পাণ্ডিয়া বলেন, আমরা বিলাসিতা চাইছি না। তবে ক্রিকেটারদের জন্য ন্যূনতম প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল।
হার্দিক পাণ্ডিয়া
হার্দিক পাণ্ডিয়াছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতেও খুশি নন দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। তাঁর মতে ক্রিকেটারদের ন্যূনতম প্রয়োজনীয়তাগুলির ওপর ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের গুরুত্ব দেওয়া উচিত ছিল।

ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। টেস্টের পর ওয়ান ডে সিরিজও জিতেছে তারা। তারপরেও আক্ষেপের সুর শোনা গেল হার্দিকের গলায়। তবে দলের জন্য নয়। ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের জন্য। ম্যাচ শেষে হার্দিক বলেন, 'আমার খেলা মাঠের মধ্যে এই মাঠটি অন্যতম সুন্দর মাঠ। তবে কিছু জিনিস আছে যা আরও ভালো হতে পারতো। ভবিষ্যতে যখন আসবো তখন দেখতে পাবো আশা করি। বিশেষ করে ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আরও নজর দেওয়া উচিত ছিল'।

তিনি আরও বলেন, আমরা বিলাসিতা চাইছি না। তবে ক্রিকেটারদের জন্য ন্যূনতম প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল।

শেষ ম্যাচে ২০০ রানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। গতকাল টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম থেকেই দুরন্ত ছন্দে দেখা যায় ভারতের দুই ওপেনার ঈশান ও শুবমান গিলকে। ৬৪ বলে ৭৭ রান করেন ইশান। ৯২ বল খেলে ৮৫ রান করেন শুবমান। হাফ সেঞ্চুরি আসে সঞ্জু স্যামসন ও হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকেও। ৪১ বলে ৫১ রান করেন সঞ্জু। পান্ডিয়ার ব্যাট থেকে আসে ৭০ রান। এছাড়া সূর্যকুমার যাদব করেন ৩৫ রান।

৫০ ওভার শেষে ৩৫১ রান তোলে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলরদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন-আপ। ৩৫.৩ ওভারেই ১৫১ রান তুলে শেষ হয়ে যায় হেটমায়ারদের ইনিংস। শার্দুল ঠাকুর নেন ৪ উইকেট, মুকেশ কুমারের ঝুলিতে আসে ৩ উইকেট। ২টি উইকেট পান কুলদীপ যাদব। জয়দেব উনাদকাট নেন ১টি উইকেট।

হার্দিক পাণ্ডিয়া
'বুমরাহর কী হলো?' - বিশ্বকাপের আগে BCCI-র ভূমিকায় ক্ষুব্ধ কপিল দেব!
হার্দিক পাণ্ডিয়া
Mohun Bagan: হুয়ানের সহকারি হিসেবে এই প্রাক্তন ফুটবলারকে আনতে চলেছে মোহনবাগান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in