"হার্দিক এখন বেন স্টোকসের চেয়েও উপরে রয়েছেন"- শেন ওয়াটসন

ওয়াটসন বলেন, "হার্দিক এই মুহূর্তে তার ক্ষমতার শীর্ষে রয়েছে। ওকে খেলতে দেখাটা একটা বিশেষ ট্রিট। আমি ফাস্ট-বোলিং অলরাউন্ডারদের দেখতে পছন্দ করি।"
হার্দিক পান্ডিয়া এবং শেন ওয়াটসন
হার্দিক পান্ডিয়া এবং শেন ওয়াটসনফাইল ছবি
Published on

ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে টি-টোয়েন্টিতে একাধিক বার ভারতের ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছে। ব্যাটে বলে অনেক ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন তিনি। ক্রিকেট বিশ্ব তাঁর প্রতিভা চাক্ষুস উপলব্ধি করেছে। সেই হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ হলেন বিশ্ব ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার শেন ওয়াটসন। প্রাক্তন অজি তারকা এনডিটিভিকে একটি সাক্ষাৎকারে জানালেন টি-টোয়েন্টি ক্রিকেটে বেন স্টোকসকেও ছাড়িয়ে গিয়েছেন হার্দিক।

বর্তমানে লিজেন্ডস লীগ ক্রিকেট টুর্নামেন্ট খেলতে ভারতে রয়েছেন ৪১ বর্ষীয় অজি তারকা। ওয়াটসন তাঁর ক্রিকেট কেরিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে ২০৭ টি আন্তর্জাতিক ম্যাচে রান করেছেন ১০,৯৫০। উইকেট নিয়েছেন ২৯১ টি।বিশ্ব ক্রিকেটে অলরাউন্ডারদের এলিট লিস্টে তাঁকে রাখা হয় সামনের সারিতে। ওয়াটসন এদিন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ারে উত্থান সম্পর্কে কথা বললেন।

ওয়াটসন বলেন, "হার্দিক এই মুহূর্তে তার ক্ষমতার শীর্ষে রয়েছে। ওকে খেলতে দেখাটা একটা বিশেষ ট্রিট। আমি ফাস্ট-বোলিং অলরাউন্ডারদের দেখতে পছন্দ করি। আপনি জানেন, তারা কী প্রভাব ফেলতে পারে এবং তারা খেলার যে কোনও সময় প্রতিপক্ষের কাছ থেকে খেলাকে দূরে নিয়ে যেতে পারে, তা ব্যাট দিয়ে কিংবা বল দিয়েই হোক।"

হার্দিককে ব্রিটিশ অলরাউন্ডার বেন স্টোকসের সাথে তুলনা করেন ওয়াটসন। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় তারকাকেই সেরা বলে সার্টিফিকেট দেন। তিনি বলেন," হার্দিককে এখন যেভাবে খেলছেন তা দেখতে সত্যিই আনন্দদায়ক এবং টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে, হার্দিক এখন বেন স্টোকসের চেয়েও অনেক উপরে রয়েছেন। হার্দিক যেভাবে ব্যাটিং করছেন, সে যেভাবে বোলিং করছে, শেষ পর্যন্ত ব্যাট করার সময় তার বহুমুখীতা ধরা পড়ে। এই মুহূর্তে, হার্দিক স্ট্যান্ড-আউট।"

গত বছর ইনজুরির কারণে বেশ কিছু মাস ভুগতে হয় হার্দিককে। তবে এরপর তিনি গুজরাট টাইটানসকে নেতৃত্ব দেন এবং তাদের প্রথম আইপিএল খেতাব জেতান। এরপর থেকে, ব্যাট এবং বলে ভারতের হয়ে বেশ কয়েকটি ম্যাচ জয়ী পারফরম্যান্স দেখিয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের হয়ে অধিনায়কত্বও করেন তিনি।

হার্দিক পান্ডিয়া এবং শেন ওয়াটসন
ইন্দোনেশিয়ার লীগে দুই দলের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, মৃতের সংখ্যা বেড়ে ১৭৪
হার্দিক পান্ডিয়া এবং শেন ওয়াটসন
আর্শদীপের খেলায় জাহির খানের ছায়া! তরুণ পেসারের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাক তারকা
হার্দিক পান্ডিয়া এবং শেন ওয়াটসন
'সমস্যা সমাজের অঙ্গ, সব সমাধান আদালতে হয় না’: জনসংখ্যা নিয়ন্ত্রণে PIL নিয়ে মত সুপ্রিম কোর্টের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in