East Bengal: ৭ বছর পরে ইস্টবেঙ্গলে ফিরছেন এই ভারতীয় তারকা ফুটবলার!

হরমনজোৎ সিং খাবরার কাছে চুক্তিপত্র গেছে। আগামী কলকাতা লিগ আর আইএসএলে খেলবেন তিনি।
ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন খাবরা
ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন খাবরাছবি - হরমনজোৎ সিং খাবরা
Published on

দীর্ঘ ৭ বছর পরে ইস্টবেঙ্গলে ফিরছেন হরমনজোৎ সিং খাবরা। দীর্ঘদিন লাল হলুদ জার্সিতে দাপটের সঙ্গে খেলেছেন এই ফুটবলার। ইস্টবেঙ্গলের পরে চেন্নাইয়ন এফসি, বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্সে খেলেন তিনি। এবার পাঞ্জাবের এই ফুটবলার ফের লাল হলুদে।

ইতিমধ্যেই খাবরার কাছে চুক্তিপত্র গেছে। আগামী কলকাতা লিগ আর আইএসএলে খেলবেন তিনি। গোলকিপার হিসেবে মহম্মদ নাওয়াজ আর প্রভসুখন গিলকে নিতে পারে শতবর্ষ প্রাচীন ক্লাব। রহিম আলিকে নিতে বিশাল ট্রান্সফার ফ্রি দিতে হলেও সেটা দিতে রাজি ইস্টবেঙ্গল কর্তারা।

অন্যদিকে, নতুন করে দলগঠনের আগে ১১ জন ফুটবলারকে ছেঁটে ফেলল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল দল গড়তে শুরু করলেও, এখনও পর্যন্ত বড় কোনও নাম ঘোষণা করেনি তারা। বিভিন্ন দল নতুন ফুটবলারদের নাম ঘোষণা করছে। এদিকে, কোচ এবং সহকারী কোচদের নাম ঘোষণা করেই বসে রয়েছে লাল-হলুদ ক্লাব। এই পরিস্থিতিতে ১১ জন ছাঁটাই করা খেলোয়াড়ের তালিকা প্রকাশ করা হয়েছে।

ওই তালিকায় নাম রয়েছে জেরি লালরিনজুয়ালা, অ্যালেক্স লিমা, চারালাম্বোস কিরিয়াকু, সেম্বোই হাওকিপ, সুমিত পাসি, জেক জার্ভিস, জর্ডন ডোহার্টি, শুভম সেন, নবীন কুমার, অমরজিৎ সিং কিয়াম ও হিমাংশু জাংড়াদের। ইস্টবেঙ্গলের এই তালিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন সমর্থকরা। জেরি, কিরিয়াকুদের আর একটু সময় দেওয়া উচিত ছিল বলে মনে করছেন অনেকে।

ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন খাবরা
East Bengal: দল আরও মজবুত করতে অস্ট্রেলিয়ার এই ফুটবলারকে টার্গেট লাল হলুদের
ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন খাবরা
WTC Final 2023: হেজেলউডের বদলি হিসেবে কাউন্টিতে সাড়া জাগানো এই পেসারকে দলে নিলো অস্ট্রেলিয়া

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in