ICC Rankings: যোগ্যতা অর্জন পর্বে দুরন্ত পারফর্ম্যান্স, কোহলি-রোহিতদের পেছনে ফেললেন আইরিশ তারকা

সদ্য প্রকাশিত ওডিআই র‍্যাঙ্কিং-এ ব্যাটারদের তালিকায় সাত নম্বরে উঠে এসেছেন আইরিশ ক্রিকেটার হ্যারি টেক্টর। বিরাট কোহলি, কুইন্টন ডি'কক, রোহিত শর্মাদের পেছনে ফেলেছেন তিনি।
হ্যারি টেক্টর
হ্যারি টেক্টরছবি - ক্রিকেট আয়ারল্যান্ডের ফেসবুক পেজ
Published on

ঘোষিত হয়ে গিয়েছে বিশ্বকাপের সূচী। আর মাত্র তিন মাসের অপেক্ষা। বর্তমানে জিম্বাবোয়েতে চলছে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। দুটি স্থানের জন্য লড়াইয়ে রয়েছে ৬টি দল। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে দুর্দান্ত প্রদর্শন করে চলেছে সিকন্দর রাজা, নিকোলাস পুরান, হ্যারি টেক্টররা। তার ছাপ পড়লো আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং-এও। সদ্য প্রকাশিত ওডিআই র‍্যাঙ্কিং-এ ঘটলো বড় রদবদল।

সদ্য প্রকাশিত ওডিআই র‍্যাঙ্কিং-এ ব্যাটারদের তালিকায় সাত নম্বরে উঠে এসেছেন আইরিশ ক্রিকেটার হ্যারি টেক্টর। বিরাট কোহলি, কুইন্টন ডি'কক, রোহিত শর্মাদের পেছনে ফেলেছেন তিনি। যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ পর্বের ম্যাচে দুর্দান্ত পারফর্ম্যান্স করছেন জিম্বাবোয়ের সিকন্দর রাজাও। একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরির দৌলতে একলাফে ৭ ধাপ এগিয়ে ব্যাটিং র‍্যাঙ্কিং-এ ২৭ নম্বরে উঠে এসেছেন রাজা।

গ্রুপ পর্বের ম্যাচে জোড়া শতরানের পুরস্কার পেলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা নিকোলাস পুরান। ১৩ ধাপ এগিয়ে এসে তিনি যুগ্মভাবে জায়গা করে নিয়েছেন ১৯ নম্বরে। ১৯ নম্বরে রয়েছেন অজি উইকেটকিপার অ্যালেক্স ক্যারিও। বড় উন্নতি ঘটেছে পল স্টার্লিং-এর। ৯ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এলেন তিনি।

ব্যাটারদের আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থান দখল রেখেছেন পাক অধিনায়ক বাবর আজম (৮৮৬)। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার রাস্সি ভ্যান ডার ডুসেন (৭৭৭)। তৃতীয় স্থানে রয়েছেন আর এক পাক ক্রিকেটার ফাখর জামান (৭৫৫)। শীর্ষ দশে রয়েছেন ভারতের তিন ক্রিকেটার। ৭৩৮ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন শুবমান গিল। অষ্টম স্থানে রয়েছেন বিরাট কোহলি। বিরাটের রেটিং পয়েন্ট ৭১৯। দশ নম্বরে রয়েছেন রোহিত শর্মা (৭০৭)।

হ্যারি টেক্টর
বিশ্বের প্রথম বোলার হিসেবে টানা ১০০ টেস্ট খেলার নজির এই অজি তারকার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in