বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে অজি দলে ফিরছেন জস হেজেলউড। ১৫ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন তিনি। মনে করা হয়েছিল চোটের কারণে জস হেজলউডকে বাদ দেওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত তাঁকে রেখেই দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। পাশাপাশি, প্রথম ঘোষিত দলে দুটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। উইকেটরক্ষক জস ইংলিস এবং টড মারফিকে দলে নেওয়া হয়েছে।
জস হেজেলউডকে দলে রাখার অর্থ, নির্বাচকদের আর অলরাউন্ডার মাইকেল নেসার বা শন অ্যাবটকে কভার হিসাবে দলে আনতে হবে না। অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড সম্প্রতি বলেছিলেন যে সফরকারি দলের কেউ আহত হলে তাদের দলে নেওয়া হতে পারে।
হেজেলউড দীর্ঘদিন ধরে ইনজুরির সাথে লড়াই করেছেন। সাইড স্ট্রেনের কারণে ২০২১ সাল থেকে মাত্র চারটি টেস্ট খেলেছেন। অ্যাকিলিস ইনজুরি থেকে সেরে ওঠার জন্য এবারের আইপিএলে দেরিতে আরসিবি ক্যাম্পে যোগ দেন তিনি। এই আইপিএলে অজি পেসার মাত্র চারটি ম্যাচ খেলেছেন। বল করেছেন ৯ ওভার। উইকেট নিয়েছেন ৩ টি।
৭ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। লন্ডনের ওভালে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। দেখে নিন ফাইনাল ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াডে অস্ট্রেলিয়ার কোন কোন খেলোয়াড় রয়েছেন-
অস্ট্রেলিয়া : প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জস হেজলউড, ট্রেভিস হেড, জস ইংলিস (উইকেটরক্ষক), উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, নাথান লায়ন, টড মারফি, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক এবং ডেভিড ওয়ার্নার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন