খারাপ থেকে আরও খারাপ হচ্ছে অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাসকার সিরিজ। প্রথম দুই টেস্ট হেরে কোণঠাসা অজি শিবির। তার ওপর পারিবারিক কারণে অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। অ্যাকিলিসের চোটের কারণে পুরো সিরিজ থেকেই বাদ পড়েছেন জশ হেজেলউড। আবার অস্ট্রেলিয়ান মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ডেভিড ওয়ার্নার, অ্যাশটন অ্যাগার এবং ম্যাট রেনশও বাড়ি ফিরতে পারেন।
প্যাট কামিন্সের পরিবারের কোনো এক সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। যে কারণে দেশে ফিরে যাচ্ছেন অজি অধিনায়ক। তবে ইন্দোরে তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে স্কোয়াডে যোগ দেবেন তিনি।
অজি ওপেনার ডেভিড ওয়ার্নার দ্বিতীয় টেস্টে ব্যাট করার সময় বলের আঘাতে হাতে চোট পান। তাঁকে চিকিৎসার জন্য ফেরানো হতে পারে দেশে। সিডনি মর্নিং হেরাল্ডের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাশটন অ্যাগার এবং ম্যাট রেনশও দেশে ফিরতে পারেন। রয়টার্সের এক প্রতিবেদনে দলের একজন মুখপাত্র বলেছেন, নির্বাচক এবং মেডিকেল স্টাফরা আলোচনা করার পরে বুধবার দলে যে কোনও পরিবর্তন ঘোষণা করতে পারে।
বছরের শুরুতেই সিডনি টেস্টে চোট পেয়েছিলেন হেজেলউড। সেই চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। যে কারণে পুরো সিরিজ থেকেই বাদ পড়েছেন তারকা পেসার। অজি স্পিনার টড মুরফিও চোটে ভুগছেন। ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টে জায়গা না পাওয়া ক্যামেরান গ্রিন এবং মিচেল স্টার্ককে শেষ দুই টেস্টে দেখা যাবে বলে অনুমান করা হচ্ছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন