বুমরাহ ম্যাজিকে 'ভ্যানিস' পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। টি-২০ ক্রিকেটে ১২০ রানের টার্গেট দিয়েও যে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতা যায় তা ফের একবার প্রমাণ করলেন জসপ্রীত বুমরাহ। তাঁর আগুনে স্পেলের কারণে তাসের ঘরের মতো ধসে পড়েন বাবর আজমরা।
রবিবার রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়েছে ভারত। রোহিত, কোহলিদের ব্যর্থতা মুছে দিল ভারতীয় বোলাররা। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ থেকে শুরু করে অক্ষর প্যাটেল, হার্দিক পাণ্ডিয়ারা অনবদ্য বোলিং করেছেন। রবিবার ৪ ওভার বল করে ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন বুমরাহ। তাঁর শিকারের তালিকায় বাবর আজম, মহম্মদ রিজওয়ান এবং ইফতিখর আহমেদ ছিলেন। ভারত অধিনায়ক থেকে গোটা টিম ইন্ডিয়া বুমরাহ-র বোলিং দেখে সকলেই আপ্লুত।
ম্যাচ শেষে রোহিত শর্মা বলেন, 'আমরা যেভাবে এগিয়েছিলাম সেইভাবে রান হয়নি। একটা সময়ে ৮৪ রানে ৩ উইকেট ছিল। কিন্তু ১১৯ রানে অল আউট হয়ে যাই। রান খুবই কম ছিল। আমাদের বোলাররা যেভাবে বল করেছে তা এক কথায় অসাধারণ। এই পিচে ১৪০ রান উঠলে ভালো লড়াই হবে আশা করেছিলাম। কিন্তু কম রান করেও জিতে যাওয়া সত্যিই দারুণ'।
বুমরাহ-র বোলিং নিয়ে রোহিত জানান, 'জসপ্রীত বুমরাহ সম্পর্কে সকলেই জানেন। ওর মধ্যে যে ক্ষমতা আছে তা আগেও প্রমাণ করেছে। এই ম্যাচেও প্রমাণ করলো। ও একজন জিনিয়স বোলার। আমাদের দলে জসপ্রীতের মতো বোলার আছে এটা আমদের বিশেষ শক্তি। তবে শুধু বুমরাহই নয় অন্য বোলাররাও ভালো বল করেছে'।
ম্যাচের সেরা হয়ে ভারতের তারকা পেসার জসপ্রীত বলেন, 'সত্যিই ভালো লাগছে। প্রথমে বৃষ্টি হচ্ছিল তাই জন্য একটু চাপ ছিল। কিন্তু যত রোদ বের করলো তারপর থেকে উইকেট আরও ভালো হতে লাগলো। আমরা দলগত ভাবেই ম্যাচটা জিতেছি। প্রথম থেকেই আমাদের লক্ষ্য ছিল উইকেট এবং ডট বল বেশি করা। বেশি ডট বল হলে ব্যাটার বড়ো শট খেলতে যাবেই। সেটা কাজে লাগিয়েছি আমরা। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি'।
তিনি আরও জানান, 'টুর্নামেন্ট সবে শুরু হয়েছে। আমাদের এখনও অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে। আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। পরের ম্যাচে আরও ভালো পাওরফর্ম্যান্স করতে হবে আমাদের। আমি যখন চোটের কারণে মাঠের বাইরে ছিলাম অনেকেই বলেছিল যে আমার কেরিয়ার শেষ। কিন্তু এই ম্যাচের পর অন্য কথা বলছে'।
অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের কাছে পর পর দুই ম্যাচ হেরে টি-২০ বিশ্বকাপে বেশ চাপে রয়েছে পাকিস্তান। শেষ আটের দৌড়ে গ্রুপ এ থেকে এগিয়ে রয়েছে আমেরিকা এবং ভারত। দুই দেশের পয়েন্টই ৪। কানাডা ২, পাকিস্তান এবং আয়ারল্যান্ড শূন্য। কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য শেষ দুটো ম্যাচ জিততেই হবে বাবর আজমদের। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যদি আর একটা ম্যাচ জেতে তাহলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে পাকিস্তান। সেক্ষেত্রে ভারতও একটি ম্যাচ জিতলে রান রেটের নিরিখে শেষ আটে পৌঁছে যাবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন