কয়েকদিন ধরেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। মাত্র ২৮ বছরেই প্রয়াত হলেন হিমাচল প্রদেশের প্রতিভাবান ক্রিকেটার সিদ্ধার্থ শর্মা। গুজরাটের ভদোদরা শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
ডিসেম্বরের শেষ দিকে ইডেন গার্ডেন্সে বল হাতে আগুন ঝরিয়েছিলেন সিদ্ধার্থ। তুলে নিয়েছিলেন ৭ উইকেট। বাংলার বিপক্ষে রঞ্জিতে সেটাই ছিল তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ। এরপর উত্তরাখন্ডের বিপক্ষে ম্যাচে অসুস্থতার কারণে ছুটি নেন তিনি। ভদোদরার বিরুদ্ধে ফের ডাক পান। তবে ওই ম্যাচের আগে আচমকা অসুস্থ হয়ে পড়েন সিদ্ধার্থ। হাসপাতালে ভর্তি করা হলে কিছুদিন লড়াই চালানোর পর প্রয়াত হন।
চলতি মরশুমে বল হাতে দুর্দান্ত প্রদর্শন করছিলেন সিদ্ধার্থ। রঞ্জিতে দুটি ম্যাচ খেলে তিনি তুলে নিয়েছিলেন ১২টি উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তৃতীয় স্থানে ছিলেন তিনি। সিদ্ধার্থর অকাল প্রয়াণে শোকস্তব্ধ ভারতের ক্রিকেট মহল।
জানা গিয়েছে, মূত্রত্যাগ করতে অসুবিধা হচ্ছিল সিদ্ধার্থর। বমি করছিলেন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ায় কিডনি সহ কয়েকটি অঙ্গ বিকল হয়ে যায়। চিকিৎসকরা চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেনি।
হিমাচলের হয়ে ১৩ টি লিস্ট-এ ম্যাচে খেলেছেন সিদ্ধার্থ। যার মধ্যে রয়েছে ছটি প্রথম শ্রেণির ম্যাচ। একটি টি-২০ ম্যাচ। ২০১৭ সালের নভেম্বরে তিনি হিমাচল প্রদেশের হয়ে অভিষেক ঘটান। রঞ্জিতে তিনি ইতিমধ্যেই ২৫টি উইকেটও নিয়েছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন