আশঙ্কাই সত্যি হল। চলতি হকি বিশ্বকাপের বাকি টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন দেশের তারকা মিডফিল্ডার হার্দিক সিং। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রস ওভার ম্যাচের আগে হকি ইন্ডিয়ার তরফ থেকে হার্দিকের ছিটকে যাওয়ার খবর জানানো হলো। ইংল্যান্ডের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন হার্দিক। তাঁর পরিবর্ত হিসেবে রাজকুমার পালের নাম ঘোষণা করেছে হকি ইন্ডিয়া।
স্পেনের বিরুদ্ধে পুল ডি-এর প্রথম ম্যাচে গোল করেছিলেন হার্দিক। তাঁর প্রতিস্থাপন সম্পর্কে কথা বলতে গিয়ে কোচ গ্রাহাম রিড জানান, "নিউজিল্যান্ডের বিপক্ষে রবিবারের ম্যাচ এবং পরবর্তী বিশ্বকাপ ম্যাচের জন্য ভারতীয় দলে হার্দিক সিংকে প্রতিস্থাপন করার কঠিন সিদ্ধান্ত রাতারাতি আমাদের নিতে হয়েছে।"
প্রথম দুই ম্যাচে ভারতের হয়ে দুর্দান্ত প্রদর্শন করেছিলেন হার্দিক। তাই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ব্যক্তিগত ভাবে হার্দিকের জন্য অত্যন্ত হতাশাজনক বলে মনে করেন কোচ গ্রাহাম রিড। পাশাপাশি তিনি রাজকুমারের দলে যোগ দেওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
পুল ডি-এর শেষ ম্যাচে ওয়েলসকে ৪-২ গোলে হারিয়েছে ভারত। তা সত্ত্বেও সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারেনি টিম ইন্ডিয়া। সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠতে আট গোলের ব্যবধানে জিততে হতো রিডদের। তাই ইংল্যান্ডের সমান পয়েন্ট সত্বেও দ্বিতীয় স্থানেই শেষ করতে হয়েছে ভারতকে।
তবে ভারতের এখনও সুযোগ রয়েছে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার। রবিবার ভুবনেশ্বরে ক্রসওভার ম্যাচে নিউজিল্যান্ডকে হারালে ভারত জায়গা করে নেবে শেষ আটে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন