১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে হকি বিশ্বকাপ। ২০১৮ বিশ্বকাপের পর এবারও আসর বসেছে ভারতে। আয়োজক শহর ভুবনেশ্বর। কলিঙ্গ হকি স্টেডিয়াম এবং বীরসা মুন্ডা হকি স্টেডিয়ামে ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে ১৬ দলের শিরোপা জয়ের লড়াই। এবারের প্রতিযোগিতায় ফেভারিট হিসেবে দেখা হচ্ছে ভারতকেও। হাতে আর মাত্র চারদিনের অপেক্ষা। তার আগে দেখে নেওয়া যাক এই মেগা টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার পূর্ণ সূচি।
ইতিহাস ঘাঁটলে সামনে আসবে হকিতে ভারতের আধিপত্যের কথা। ১৯২৮ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত - এই ৩৬ বছরে ভারত পুরুষদের অলিম্পিক্স হকিতে সাতবার সোনা এবং একবার রূপো জেতে। বিশ্বকাপের শুরুর দিকেও ভারতের প্রদর্শন ছিল চোখে পড়ার মতো। তবে পরবর্তীকালে বিশ্বকাপের মঞ্চে এসেছে ব্যর্থতা। যেখানে চিরপ্রতিদন্দ্বী পাকিস্তান সর্বোচ্চ চারবার হকি বিশ্বকাপ জিতেছে, সেখানে ভারত জিতেছে মাত্র একবার।
১৯৭৫ সালে হকি বিশ্বকাপের তৃতীয় সংস্করণে পাকিস্তানকে হারিয়ে একমাত্র খেতাব জিতেছিল টিম ইন্ডিয়া। তারপর আর শিরোপা হাতে তুলতে পারেনি। তবে এবার আশা রয়েছে ভারতীয় দলের ওপর। টোকিও অলিম্পিক্সে পদক এনে দেওয়া দল দীর্ঘ ৪৭ বছরের শিরোপা জয়ের খরা কাটানোর জন্য বদ্ধপরিকর। উল্লেখ্য, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান এবার বিশ্বকাপ খেলছে না। খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা।
১৬ টি দলকে এই টুর্নামেন্টে ভাগ করা হয়েছে চারটি পুলে। পুল ডি তে রয়েছে ভারত। ভারত ছাড়াও এই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, স্পেন ও ওয়েলস।
ভারতের ম্যাচের সূচি-
ভারত বনাম স্পেন: ১৩ জানুয়ারি সন্ধ্যে ৭টা (রাউরকেল্লা)
ভারত বনাম ইংল্যান্ড: ১৫ জানুয়ারি সন্ধ্যে ৭টা (রাউরকেল্লা)
ভারত বনাম ওয়েলস: ১৯ জানুয়ারি সন্ধ্যে ৭টা (ভুবনেশ্বর)
হকি বিশ্বকাপে ভারতের স্কোয়াড: পিআর শ্রীজেশ, কৃষ্ণ পাঠক, সুরেন্দর কুমার, হরমনপ্রীত সিং (অধিনায়ক), বরুণ কুমার, অমিত রোহিদাস (ভাইস ক্যাপ্টেন), নীলম সঞ্জীপ জেস, মনপ্রীত সিং, হার্দিক সিং, নীলকান্ত শর্মা, শমসের সিং, বিবেক সাগর প্রসাদ, আকাশদীপ সিং, মনদীপ সিং , ললিত কুমার উপাধ্যায়, অভিষেক, সুখজিৎ সিং, রাজকুমার পাল ও জুগরাজ সিং।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন