Hockey World Cup 2023: হ্যামস্ট্রিংয়ে চোট হার্দিকের, বড় ধাক্কা খেলো টিম ইন্ডিয়া

বর্তমানে পুল-ডি'র দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ডিয়া। শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ভারত এবং ইংল্যান্ড দুই দলেরই পয়েন্ট ৪। তবে গোল ব্যবধানের নিরিখে এগিয়ে রয়েছে ব্রিটিশরা।
হার্দিক সিং
হার্দিক সিং
Published on

হকি বিশ্বকাপের মাঝে বড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ভারতের অ্যাটাকিং মিডফিল্ডার হার্দিক সিং। তাঁর দাপটেই প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার ভারত বনাম ওয়েলসের ম্যাচে তাঁকে দেখা যাবে না। শুধু তাই নয়, গোটা টুর্নামেন্ট থেকে তাঁর ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবার ভুবনেশ্বরে এমআরআই স্ক্যান করানো হয় তাঁর।

হকি ইন্ডিয়া একটি বিবৃতিতে জানিয়েছে, "এমআরআই ফলাফলের ভিত্তিতে, টিম ম্যানেজমেন্ট তাঁর (হার্দিকের) হ্যামস্ট্রিং ইনজুরির পরিমাণ মূল্যায়ন করবে এবং ভারত বনাম ওয়েলস ম্যাচে তিনি উপলব্ধ থাকবেন কিনা তা জানা যাবে। এই মুহূর্তে FIH-এর কাছে তাঁর পরিবর্ত খেলোয়াড়ের অনুরোধ জানানো হয়নি।"

চলতি হকি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন হার্দিক। স্পেনের বিরুদ্ধে প্রথম ম্যাচে একক দক্ষতায় তিনি এক দুর্দান্ত গোল করেন। ২-০ ব্যবধানে ওই ম্যাচ জেতে ভারত। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে পরের ম্যাচেই চোট পেয়ে বসেন।

বর্তমানে পুল-ডি'র দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ডিয়া। শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ভারত এবং ইংল্যান্ড দুই দলেরই পয়েন্ট ৪। তবে গোল ব্যবধানের নিরিখে এগিয়ে রয়েছে ব্রিটিশরা। ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে ওয়েলসকে ৫-০ গোলে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করে ভারতের বিপক্ষে।

টিম ইন্ডিয়ার পুল-ডি'র শেষ ম্যাচ রয়েছে ওয়েলসের বিপক্ষে আর ইংল্যান্ড নামবে স্পেনের বিরুদ্ধে।চারটি পুলের শীর্ষ দলগুলি সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। মঙ্গলবার ইংল্যান্ড স্পেনের বিরুদ্ধে হেরে গেলে ভারত ওয়েলসের বিরুদ্ধে ড্র করলেও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে টিম ইন্ডিয়া। অন্যদিকে স্পেনের বিরুদ্ধে ইংল্যান্ড জিতলে ভারতকে ওয়েলসের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে। কারণ, তখন গোল ব্যবধানের নিরিখে নিশ্চিত হবে কোন দল সরাসরি কোয়ার্টারের টিকিট পাবে।

হার্দিক সিং
IND vs NZ: চোটের কারণে কিউইদের বিরুদ্ধে ODI সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা ব্যাটার!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in