১৩ জানুয়ারি থেকে ওড়িশায় পর্দা উঠছে হকি বিশ্বকাপের। শুক্রবার সেই উপলক্ষে ১৮ সদস্যের ভারতীয় দল ঘোষণা করলো হকি ইন্ডিয়া। গ্রাহাম রিডের দলের অধিনায়কত্বের দায় ভার সামলাবেন হরমনপ্রীত সিং। মনপ্রীত সিং-এর জায়গায় দলের নেতা করা হয়েছে ডিফেন্ডার হরমনপ্রীতকে। দলের সহ-অধিনায়ক করা হয়েছে ডিফেন্ডার অমিত রোহিদাসকে।
ব্যাঙ্গালুরুর স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া(SAI) সেন্টারে দুদিনের ট্রায়ালের পর বিশ্বকাপ দল বাছাই করা হয়েছে। ৩৩ জন খেলোয়াড় ট্রায়ালে অংশ নিয়েছিলেন। সেখান থেকে ১৮ জনকে রাখা হয়েছে মূল স্কোয়াডে। স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন রাজকুমার পাল এবং যুগরাজ সিং।
রৌরকেল্লার নবনির্মিত বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে ১৩ জানুয়ারি বিশ্বকাপের ভারতীয় দল স্পেনের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে। এই মাঠেই পুল-ডি'র ম্যাচে হরমনপ্রীতরা খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ভুবনেশ্বরে তৃতীয় ম্যাচে ওয়েলসের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ২২ জানুয়ারি শুরু হবে নকআউট ম্যাচ। ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।
৪৭ বছরের বিশ্বকাপ জয়ের খরা কাটাতে মাঠে নামবে ভারতীয় দল। ভারত শেষবার হকি বিশ্বকাপ জিতেছিল ১৯৭৫ সালে। ২০১৮ সালে ওড়িশায় অনুষ্ঠিত হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এবার ভালো কিছু করার আশায় গ্রাহাম রিডের দল।
হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দল
গোলরক্ষক: পিআর শ্রীজেশ, কৃষ্ণ পাঠক
ডিফেন্ডার: জার্মানপ্রীত সিং, সুরেন্দর কুমার, হরমনপ্রীত সিং (অধিনায়ক), বরুণ কুমার, অমিত রোহিদাস (সহ অধিনায়ক), নীলম সঞ্জীপ
মিডফিল্ডার: মনপ্রীত সিং, হার্দিক সিং, নীলকান্ত শর্মা, শমসের সিং, বিবেক সাগর প্রসাদ, আকাশদীপ সিং
ফরোয়ার্ড: মনদীপ সিং, ললিত কুমার উপাধ্যায়, অভিষেক, সুখজিৎ সিং
স্ট্যান্ডবাই খেলোয়াড়: রাজকুমার পাল ও যুগরাজ সিং
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন