২০২৫ আইপিএল-র নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৪ ও ২৫ নভেম্বর, সৌদি আরবের জেড্ডায়। ফ্র্যাঞ্চাইজিগুলির হাতে রয়েছে ৬৪১.৫ কোটি টাকা। যার মধ্যে ১১০.৫ কোটি টাকা রয়েছে পাঞ্জাব কিংসের হাতে। আইপিএল-র ইতিহাসে সবথেকে ব্যয়বহুল নিলাম হতে পারে ২০২৫ আইপিএল নিলাম। তার আগে দেখা যাক শেষ ১০ বছরের নিলামে প্রতি মরসুমে কত খরচ হয়েছে।
২০২৪
এই বছর মোট ২৩০ কোটি ৪৫ লক্ষ টাকা খরচ হয়েছিল নিলামে। ৩০ জন বিদেশি সহ মোট ৭২ জন প্লেয়ারকে কেনা হয়েছিল। সর্বাধিক দাম ওঠে মিচেল স্টার্কের। অজি পেসারকে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স।
২০২৩
২০২৩ আইপিএল নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলি খরচ করেছিল ১৬৭ কোটি টাকা। মোট ৮০ প্লেয়ারকে কেনা হয়েছিল। যার মধ্যে বিদেশি ছিল ২৯ জন। স্যাম কুরানকে ১৮ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে কিনেছিল পাঞ্জাব কিংস। তিনিই ছিলেন ওই আইপিএল নিলামের দামি প্লেয়ার।
২০২২
২০২২ সালের মেগা নিলামে খরচ হয়েছিল ৫৫১ কোটি ৭০ লক্ষ। সবচেয়ে দামি প্লেয়ার ছিলেন ঈশান কিষাণ। তাঁকে ১৫ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ৬৭ জন বিদেশি সহ মোট ২০৪ জন প্লেয়ার বিক্রি হয়েছিলেন। এই মরসুমে আনক্যাপড প্লেয়ার হিসেবে ১০ কোটি টাকায় বিক্রি হয়ে রেকর্ড গড়েছিলেন আবেশ খান। আইপিএল-র ইতিহাসে তিনিই প্রথম আনক্যাপড প্লেয়ার যার দাম ১০ কোটি উঠেছিল। তাঁকে কিনেছিল লখনউ।
২০২১
মোট ৫৭ জন প্লেয়ার এই নিলাম থেকে চূড়ান্ত হয়েছিলেন। ২২ জন বিদেশি ক্রিকেটারও ছিলেন। খরচ হয়েছিল ১৪৫ কোটি ৩০ লক্ষ। ক্রিস্টোফার মরিস (ক্রিস মরিস)-কে ১৬ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে কিনেছিল রাজস্থান রয়্যালস।
২০২০
এই নিলামে ১৪০ কোটি ৩০ লক্ষ টাকা খরচ করেছিল ফ্র্যাঞ্চাইজিগুলি। ২৯ জন বিদেশি সহ ৬২ জন বিক্রি হয়েছিলেন। সর্বাধিক দাম উঠেছিল প্যাট কামিন্সের। ১৫ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনেছিল কেকেআর।
২০১৯
১০৬ কোটি ৮০ লক্ষ টাকা খরচ হয়েছিল ২০১৯ আইপিএল নিলামে। ২০ জন বিদেশি সহ মোট ৬০ জন বিক্রি হয়েছিলেন। সর্বাধিক দাম উঠেছিল বরুণ চক্রবর্তীর। ৮ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনেছিল পাঞ্জাব কিংস।
২০১৮
এই মরসুমের নিলামে মোট ৪৩১ কোটি ৭০ লক্ষ টাকা খরচ করেছিল আটটি ফ্র্যাঞ্চাইজি। বেঞ্জামিন স্টোকসকে ১২ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে কিনেছিল রাজস্থান। তিনিই ছিলেন ওই মরসুমের দামি ক্রিকেটার। ৫৬ জন বিদেশি সহ মোট ১৬৯ জন প্লেয়ারকে কিনেছিল ফ্র্যাঞ্চাইজিগুলি।
এছাড়া ২০১৭ আইপিএল নিলামে ৯১ কোটি ১৫ লক্ষ টাকা খরচ হয়েছিল। রাইজিং পুনে সুপার জায়ান্ট বেন স্টোকসকে ১৪ কোটি ৫০ লক্ষ টাকায় কিনেছিল। ২০১৬-র নিলামে ১৩৬ কোটি টাকা খরচ হয়েছিল। ২৭ জন বিদেশি সহ মোট ৯৪ প্লেয়ার চূড়ান্ত হয়েছিলেন। যার মধ্যে শেন ওয়াটসনকে ৯ কোটি ৫০ লক্ষ টাকায় কিনে চমক দিয়েছিল আরসিবি। ২০১৫-র নিলামে ৮৭ কোটি ৬০ লক্ষ টাকা খরচ হয়েছিল। এই মরসুমে দিল্লি ডেয়ারডেভিলস যুবরাজ সিং-কে ১৬ কোটি টাকায় কিনেছিল। ভারতীয় অলরাউন্ডারই ছিলেন ওই মরসুমের সবথেকে দামি প্লেয়ার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন