রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চলতি আইপিএলের শেষ ম্যাচ। ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় চেন্নাই। হার্দিক পান্ডিয়াদের সামনে এখন সেই হারের বদলা নিয়ে শিরোপা ধরে রাখার লড়াই। যাইহোক, এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক, এবারের আইপিএলের পুরস্কার মূল্য কেমন। কারা পাবেন কত টাকা?
২০০৮ সালে শুরু হয়েছিল আইপিএলের পথ চলা। যতই দিন বেড়েছে ততই রমরমিয়ে জৌলুস বেড়েছে ক্রোড়পতি লীগের। এই বছরেই আইপিএলের বাজার মূল্য প্রায় ৯১ হাজার কোটি টাকায় পৌঁছেছে। বাজার মূল্য বাড়ার সাথে সাথে বেড়েছে পুরস্কার মূল্যও। আইপিএলের প্রথম দুই মরশুমে বিজয়ী দলকে দেওয়া হতো ৪.৮ কোটি টাকা এবং রানার্স দল পেতো ২.৪ কোটি টাকা। গত মরশুমে চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটানসকে দেওয়া হয়েছে ২০ কোটি টাকা এবং রাজস্থান রয়্যালস রানার্স আপ হয়ে পায় ১৩ কোটি টাকা।
স্পোর্টস স্টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, এবারের মোট পুরস্কার মূল্য ৪৬.৫ কোটি টাকা। এবারের আসরের অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপ বিজয়ী ক্রিকেটার পাবেন প্রত্যেকে ১৫ লক্ষ টাকা। এমারজিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পাবেন ২০ লক্ষ টাকা। এছাড়াও, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট যিনি হবেন, তিনি পাবেন ১২ লক্ষ টাকা।
এই মরশুমে অরেঞ্জ ক্যাপ একপ্রকার নিশ্চিতই করে ফেলেছেন শুবমান গিল। ১৬ ম্যাচে ৮৫১ রান করে ফেলেছেন তিনি। হাতে রয়েছে এখনও একটি ম্যাচ। অরেঞ্জ ক্যাপের দৌড়ে অনেকটাই পিছিয়ে রয়েছেন ডেভন কনওয়ে। কনওয়ে করেছেন ৬২৫ রান। ফাইনালে শুবমানকে তিনি ছাড়িয়ে যেতে পারবেন না বলেই ধরে নেওয়া যায়। সেক্ষেত্রে শুবমান অরেঞ্জ ক্যাপ মাথায় রেখে টুর্নামেন্ট শেষ করবেন।
পার্পল ক্যাপের লড়াইয়ে রয়েছেন গুজরাট টাইটানসেরই তিন বোলার। ২৮ উইকেট নিয়ে এখন পার্পল ক্যাপ মাথায় রেখেছেন মহম্মদ শামি। ২৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রশিদ খান। ২৪ উইকেট নিয়ে তৃতীয় স্থানে মোহিত শর্মা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন