IPL 2023: হারলেই আইপিএল শেষ! ব্যাঙ্গালোরের বিপক্ষে কেমন হবে কলকাতার প্রথম একাদশ?

লিটন এলে বাদ পড়বেন জগদীশন। সেক্ষেত্রে শার্দুল ঠাকুরকে দলে ফেরানো যেতে পারে। এছাড়াও টিম সাউদি এবং লকি ফার্গুসন দলে বসে রয়েছেন।
কে কে আর
কে কে আরছবি - কেকেআর-র ফেসবুক পেজ
Published on

বুধবার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। টানা চার ম্যাচ হেরে একবারেই কোণঠাসা নীতিশ রানার দল। আজকের ম্যাচ এক কথায় ডু অর ডাই। সাত ম্যাচের পাঁচটিতে হারা কেকেআর আজ হারালেই প্লে অফের আশা একপ্রকার শেষ হয়ে যাবে। নীতিশ রানাদের ঘুরে দাঁড়ানোর লড়াই আজ। কলকাতা দলে আজ একাধিক পরিবর্তন হতে পারে বলে অনুমান করা হচ্ছে। কেমন হতে পারে প্রথম একাদশ?

না ব্যাটে, না বলে - কোনোটাতেই দাপট দেখাতে পারছে না কেকেআর। ওপেনার জগদীশন সম্পূর্ণ ব্যর্থ। তাঁর বদলে আজ সুযোগ মিলতে পারে লিটন দাসের। এক ম্যাচের ভিত্তিতে তাঁকে বসিয়ে রাখার কোনো মানে হয়না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে লিটন যেহেতু বিদেশী তাই তাঁকে দলে নিলে বাদ পড়বেন কে? সেক্ষেত্রে প্রথম যে নামটা সামনে আসা উচিত, তিনি হলেন সুনীল নারাইন। একদমই ছন্দে নেই এই ক্যারিবিয়ান স্পিনার।

তাছাড়া, লিটন এলে বাদ পড়বেন জগদীশন। সেক্ষেত্রে শার্দুল ঠাকুরকে দলে ফেরানো যেতে পারে। এছাড়াও টিম সাউদি এবং লকি ফার্গুসন দলে বসে রয়েছেন। ডেভিড উইজের পরিবর্তে কোনো একজনকে সুযোগ দেওয়া যেতে পারে। চিন্নাস্বামীতে স্পিন সেভাবে কাজে আসবে না। পেসারদের ওপরেই ভরসা রাখতে হবে। পাশাপাশি ব্যাটিং গভীরতার দিকেও নজর রাখতে হবে। তার কারণ, প্রতিপক্ষ আরসিবি রয়েছে ভালো ছন্দে। ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসি এবং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ব্যাট হাতে ঝড় তুলে চলেছেন।

আজকের ম্যাচে কেকেআরের সম্ভাব্য একাদশ : জেসন রয়, লিটন দাস (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, বৈভব আরোরা, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, টিম সাউদি, বরুণ চক্রবর্তী।

কে কে আর
অ্যাশেজের আগে স্বস্তি ইংল্যান্ড শিবিরে, দীর্ঘ আট মাস পর ২২ গজে ফিরেই বড় ইনিংস বেয়ারস্টোর
কে কে আর
IPL 2023: চূড়ান্ত পর্বে খেলতে পারবেন না মার্ক উড, দেশে ফিরে যাবেন লখনউয়ের তারকা পেসার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in