Malaysia Masters: ফাইনালে এইচএস প্রণয়, সেমিফাইনাল থেকেই বিদায় নিলেন সিন্ধু

প্রণয়ের প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার ক্রিশ্চিয়ান আদিনাতা চোট পেয়ে মাঠ ছাড়ায় ফাইনালে পৌঁছে গিয়েছেন ভারতীয় তারকা।
এইচ এস প্রণয় এবং পিভি সিন্ধু
এইচ এস প্রণয় এবং পিভি সিন্ধুগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

চলতি বছর এখনও কোনো খেতাব জিততে পারেননি ভারতের হয়ে জোড়া অলিম্পিক্স পদকজয়ী শাটলার পিভি সিন্ধু। সেই অপেক্ষা আরও বাড়লো। শনিবার মালয়েশিয়া মাস্টার্সের সেমিফাইনালে স্ট্রেট সেটে হারলেন ভারতের এক নম্বর শাটলার। সিন্ধু হেরে যাওয়ায় ভারতের একমাত্র আশা এখন এইচ এস প্রণয়। শনিবার প্রণয়ের প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার ক্রিশ্চিয়ান আদিনাতা চোট পেয়ে মাঠ ছাড়ায় ফাইনালে পৌঁছে গিয়েছেন ভারতীয় তারকা।

শনিবার মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে ইন্দোনেশিয়ার গ্রেগোরিয়া মারিস্কা তানজুং-এর কাছে স্ট্রেট সেটে হারলেন সিন্ধু। কোয়ার্টার ফাইনালে চীনের ই মান ঝ্যাংকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছানো সিন্ধু এদিন দাঁড়াতেই পারলেন না ইন্দোনেশিয়ার প্রতিপক্ষের সামনে। মাদ্রিদ ওপেনের ফাইনালেও এই গ্রেগোরিয়া মারিস্কার কাছে স্ট্রেট সেটে হেরেছিলেন সিন্ধু। ম্যাচের ফলাফল গ্রেগরিয়ার পক্ষে ২১-১৪, ২১-১৭।

কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিলেন কিদাম্বি শ্রীকান্ত। ইন্দোনেশিয়ার ক্রিশ্চিয়ান আদিনাতার কাছে ১৬-২১, ২১-১৬, ২১-১১ ব্যবধানে হারতে হয় শ্রীকান্তকে। এই আদিনাতার বিপক্ষেই সেমিফাইনালে নেমেছিলেন এইচএস প্রণয়। প্রথম গেম শেষ হওয়ার আগেই চোট পেয়ে রিটায়ার্ড নেন আদিনাতা। যার ফলে ফাইনালে জায়গা করে নেন প্রণয়।

উল্লেখ্য, পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে জাপানের কেন্টা নিশিমোতোকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন প্রণয়। জাপানী শাটলারকে ২৫-২৩, ১৮-২১, ২১-১৩ ব্যবধানে হারিয়েছিলেন তিনি। শেষবার, ২০২২ সালের মার্চে সুইস ওপেনের ফাইনালে উঠেছিলেন প্রণয়। এবার আরও একবার সুপার সিরিজের ফাইনালে তিনি।

এইচ এস প্রণয় এবং পিভি সিন্ধু
বর্ণবাদী কটূক্তির শিকার ভিনিসিয়াসের সমর্থনে আফ্রিকান দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in