সুইস ওপেন সুপার-৩০০ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন ভারতের তারকা শাটলার এইচ এস প্রণয় এবং পিভি সিন্ধু। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশীপের ফাইনালিস্ট চীনের শি ইউ কুইকে হারিয়ে পুরুষদের এককে শেষ ষোলোতে প্রণয়। সিন্ধু হারিয়েছেন সুইজারল্যান্ডের জেনজিরা স্ট্যাডেলম্যানকে।
বাসেলে প্রথম রাউন্ডের ম্যাচে দুর্দান্ত লড়াই করলেন প্রণয়। বিশ্বের ৯ নম্বর তারকা দ্বিতীয় সেটে পরাস্ত হলেও নির্ণায়ক সেটে চীনা প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি। এদিন প্রথম সেট ২১-১৭ ব্যবধানে জেতেন প্রণয়। দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২০১৮ বিশ্ব চ্যাম্পিয়নশীপের রূপো বিজয়ী চীনা তারকা ২১-১৯ ব্যবধানে জিতে নেন। তৃতীয় সেটে ভারতীয় শাটলার জেতেন ২১-১৭ ব্যবধানে।
অন্যদিকে, মহিলাদের এককে দু'বারের অলিম্পিক্স পদকজয়ী ভারতীয় শাটলার সিন্ধু হারালেন সুইজারল্যান্ডের জেনজিরা স্ট্যাডেলম্যানকে। সুইশ প্রতিপক্ষ দাঁড়াতেই পারলেন না সিন্ধুর সামনে। চতুর্থ বাছাই ভারতীয় তারকা ম্যাচ জিতলেন ২১-৯, ২১-১৬ ব্যবধানে।
প্রি কোয়ার্টার ফাইনালে প্রণয় মুখোমুখি হবেন ফ্রান্সের ক্রিস্টো পপভের। সিন্ধু শেষ ষোলোতে নামবেন ইন্দোনেশিয়ার ২০ বর্ষীয় তরুণী পুত্রী কুসুমা ওয়ারদানির। ২০২২ এশিয়া টিম চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক বিজয়ী দলের অংশ ছিলেন কুসুমা।
বৃহস্পতিবার হংকংয়ের লি চেউক ইয়ুর বিরুদ্ধে নামবেন কিদাম্বি শ্রীকান্ত। জাতীয় চ্যাম্পিয়ন মিঠুন মঞ্জুনাথ চীনা তাইপের চিয়া হাও লি'র বিপক্ষে খেলবেন। পুরুষদের দ্বিতীয় বাছাই সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি মুখোমুখি হবেন তাইওয়ানের ফ্যাং-চিহ লি এবং ফ্যাং-জেন লি-এর বিপক্ষে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন