ভারতীয় কুস্তি নিয়ে ডামাডোল লেগেই রয়েছে। এবার বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগতদের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ দেখালেন বহু জুনিয়র কুস্তিগীর। তাঁদের দাবি, তারকা কুস্তিগীরদের আন্দোলনের জন্য তাঁদের এক বছর নষ্ট হয়েছে।
বুধবার উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং দিল্লির বিভিন্ন কুস্তির আখড়া থেকে যন্তরমন্তরে এসে প্রতিবাদ জানাতে থাকেন কয়েকশো কুস্তিগীর। তাঁদের মধ্যে অনেকে এসেছিলেন বাগপথের ছাপরাউলির আর্য সমাজ আখড়া থেকে আবার অনেকে এসেছিলেন নারেলার বীরেন্দ্র রেসলিং অ্যাকাডেমি থেকে। বেশিরভাগই বাসে করে এসে পুলিশের চোখে ধুলো দিয়ে যন্তরমন্তরে প্রতিবাদে দেখাতে থাকেন। সকলের একটাই অভিযোগ, সাক্ষী, ভিনেশদের জন্য তাঁরা বহু প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেননি। তাঁদের আনা প্ল্যাকার্ডে লেখা ছিল 'এই তিন (বজরং, ভীনেশ এবং সাক্ষী) কুস্তিগীরের হাত থেকে আমাদের কুস্তিকে বাঁচাও'।
একদিকে যখন দেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা সাক্ষী মালিকদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন সেই সময়ই জুনিয়র কুস্তিগীরদের প্রতিবাদ বেশ আলোড়ন ফেলে দিয়েছে। কেউ কেউ আবার জুনিয়র কুস্তিগীরদের আন্দোলনের পেছনে ষড়যন্ত্রের অভিযযোগ তুলছেন।
একদিকে যখন জুনিয়র কুস্তিগীররা সাক্ষী মালিকদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, সেই সময় ফের ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে সুর চড়ালেন সাক্ষী মালিক। তিনি বলেন, কুস্তি ফেডারেশনের অন্য কোনও কর্তাকে নিয়ে আমাদের অসুবিধা নেই। শুধু ব্রিজ ভূষণ ঘনিষ্ঠ সভাপতি সঞ্জয় সিংকে তাঁর পদ থেকে সরে যেতে হবে। আমরা আমাদের পুরনো দাবিতেই অনড় আছি এবং থাকবো।
তিনি আরও বলেন, ব্রিজভূষণের গুন্ডাবাহিনী গত কয়েকদিন ধরে ক্রমাগত আমার পরিবারকে হুমকি দিচ্ছে। বিভিন্ন মামলাতে ফাঁসিয়ে দেওয়ারও ভয় দেখিয়েছে তারা। ব্রিজভূষণ তার ক্ষমতার অপব্যবহার করেই যাচ্ছে। আমরা ভয় পাবো না। এর শেষ দেখে ছাড়বো।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন