সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে স্পেন সফরে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। এই নিয়ে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি। তাঁর মতে তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তাই যেখানে খুশি যার সাথে খুশি যেতে পারেন। রাজনীতির সাথে তাঁর কোনো যোগ নেই।
স্পেন সফরে গিয়ে সেখান থেকে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে শিল্প করার ঘোষণা করেন সৌরভ গাঙ্গুলি। তারপর থেকেই কটাক্ষের মুখে পড়তে থাকেন তিনি। সরকারি টাকায় এতদূর গিয়ে শিল্পে বিনিয়োগ করার কথা ঘোষণা করতে হবে কেন, এই নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সৌরভকে ধান্দাবাজ বলে কটাক্ষ করেন। এছাড়া অন্যান্য বিরোধী দলের নেতারাও এই বিষয়টা ভালোভাবে নেননি। কেউ কেউ বলেছিলেন উনি (সৌরভ গাঙ্গুলি) ক্ষমতার সাথে থাকতে ভালোবাসেন। সোশ্যাল মিডিয়াতেও অনেক কটাক্ষ হয় ।
বৃহস্পতিবার সৌরভ কলকাতার এক পাঁচতারা হোটেলে শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুথাইয়া মুরলিথরনের বায়োপিকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেখানেই এই সমালোচনার কড়া জবাব দেন। তিনি বলেন, "আমার ব্যাপারে রাজনীতির রঙ লাগানোয় আমি মর্মাহত। আমি কোনো রাজনৈতিক নেতা এমপি, এমএলএ বা কাউন্সিলর নই। আমি যেখানে খুশি যেতে পারি। একটা ভালো উদ্যোগের জন্যই গিয়েছিলাম।"
তিনি আরও বলেন, "এটা খুবই বাজে হচ্ছে। আমরা সকলেই মানুষ। আমরা একটা সমাজে বাস করি। দিল্লিতে অনুষ্ঠান হলে সেখানে যেতাম। আমার কাছে কলকাতা, দিল্লি এবং স্পেন একই। সবকিছুর মধ্যে রাজনীতি খুঁজলে মুশকিল"।
এছাড়া সৌরভ এদিন আগামী ক্রিকেট বিশ্বকাপ নিয়েও নিজের মতামত দেন। তিনি বলেন, 'বিশ্বকাপে ভারত সবসময় ফেভারিট। অস্ট্রেলিয়া সিরিজ ভারত জিতেছে। বিরাট কোহলি রানে আছে। রোহিত শর্মা, কে এল রাহুল ফর্ম ফিরে পেয়েছে। মিডল অর্ডার আর বোলিংও বেশ ভালো। ভারতের মাটিতে খেলা। বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন