চলতি বছরই পেশাদারী টেনিস থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সেরেনা উইলিয়ামস। তবে অদূর ভবিষ্যতে আবারও র্যাংকেট হাতে দেখা যেতে পারে সর্বকালের অন্যতম সেরা তারকাকে। কোর্টে ফেরার ইঙ্গিত দিলেন স্বয়ং সেরেনাই।
২৩টি সিঙ্গলস গ্র্যান্ডস্ল্যাম খেতাব জয়ী কিংবদন্তী সেরেনা সান ফ্রান্সিসকোতে নিজের সংস্থার প্রচারমূলক এক অনুষ্ঠানে এসে বলেন, "আমি এখনও অবসর নিইনি।" তিনি জানান, "প্রত্যাবর্তনের অনেক বেশি সম্ভাবনা রয়েছে। আপনারা আমার বাড়িতে এসে দেখতে পারেন। সেখানে একটা কোর্ট রয়েছে।"
আগস্টে সেরেনা উইলিয়ামস জানিয়েছিলেন, তিনি টেনিস থেকে দূরে সরে যাচ্ছেন। তবে বিদায়ী অনুষ্ঠান হিসেবে তিনি ইউএস ওপেন নিশ্চিত করেননি। তা সত্ত্বেও নিউইয়র্কে প্রতিটি ম্যাচের আগে তাকে অভূতপূর্ব শ্রদ্ধা জানানো হয়েছিল এবং পরে একটি আবেগপূর্ণ বিদায় জানানো হয়। সান ফ্রান্সিসকোতে সেরেনা জানালেন তিনি এখনও অবসর নিয়ে ভাবেননি।
ইউএস ওপেন ২০২২ ছিল সেরেনা উইলিয়ামসের শেষ পেশাদার টুর্নামেন্ট। তাঁর আগে সেরেনা জানিয়েছিলেন, "আমি অবসর শব্দটাকে কখনওই পছন্দ করি না। আমার কাছে এটকে কোনও আধুনিক শব্দ মনে হয়া না। আমি এটাকে (ভূমিকার)পরিবর্তন হিসেবে দেখছি, তবে কোন শব্দ দিয়ে সেটাকে প্রকাশ করব সেই বিষয়ে আরও সংবেদনশীল হতে চাই। এমন কিছু একটা শব্দ যেটা আমার অবস্থানকে মানুষের সামনে ঠিক মতো তুলে ধরে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন