ISL: মোহনবাগানের জন্যই ট্রফিটা জিততে চাই - মেগা ফাইনালের আগে আত্মবিশ্বসী বাগান অধিনায়ক

প্রীতম আরও বলেন, খেলায় হার জিত আছে। তবে আমার মনে হয় আমরাও যেমন জয়ের জন্য ঝাঁপাবো ওরাও একই কাজটা করবে। দুই দলেই ভালো ভালো প্লেয়ার রয়েছে।
প্রীতম কোটাল
প্রীতম কোটালছবি এটিকে মোহনবাগানের ফেসবুক পেজ
Published on

মোহনবাগানের জন্যই ট্রফিটা জিততে চাই। মেগা ফাইনাল এর আগে ঠিক এমনটাই বললেন বাগান অধিনায়ক প্রীতম কোটাল। নিজেদের এক শতাংশ দিয়ে ট্রফি বাংলায় আনতে চান তাঁরা।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে ভারত সেলার লড়াই। গোয়ার মাঠে কে বাজিমাত করবে ব্যাঙ্গালুরু নাকি এটিকে মোহনবাগান তা সময়ই বলবে। তার আগে নিজেদের সেরাটা দিয়ে লড়াইয়ের কথা বললেন প্রীতম কোটাল‌।

প্রীতম বলেন, "এখন একটাই লক্ষ্য, ট্রফি জয়। ট্রফিটা জিততে চাই মোহনবাগানের জন্যই। আমরা সকলেই কোচের নির্দেশ মতোই প্র্যাকটিস করছি। ভুল ত্রুটি হলে নিজেদের মধ্যেও আলোচনা করছি"।

তিনি আরও বলেন, খেলায় হার জিত আছে। তবে আমার মনে হয় আমরাও যেমন জয়ের জন্য ঝাঁপাবো ওরাও একই কাজটা করবে। দুই দলেই ভালো ভালো প্লেয়ার রয়েছে। আশা করছি বেশ কঠিন একটা ম্যাচ হতে চলেছে। আর দর্শকরাও উত্তেজক ম্যাচ উপহার পেতে চলেছে। মাঠের মধ্যে কেউ কারুর বন্ধু নয়। রয় কৃষ্ণা, প্রবীর দাস, সন্দেশ আগে আমাদের দলে ছিল। এখন ব্যাঙ্গালুরুতে। ৯০ মিনিট আমরা একে অন্যের প্রতিপক্ষ ছাড়া আর কিছুই নয়। ৯০ মিনিট পর আবার আমরা বন্ধু।

উল্লেখ্য, ২০২০-২১ মরশুমে ফাইনালে উঠেছিল এটিকে মোহনবাগান। কিন্তু মুম্বাই সিটি এফসির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। ২০২৩ সালে এসে হুয়ান ফেরান্দোর ছেলেরা সেই অধরা স্বপ্নপূরণ করতে পারে কিনা সেটাই দেখার।

প্রীতম কোটাল
ISL: এই মরশুমে গোল্ডেন বল উঠবে কার হাতে? দৌড়ে রয়েছেন দুই প্রধানের দুই ফুটবলারও

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in