ঘাড়ের পুরোনো চোট কাবু করেছে অজি অধিনায়ক টিম পেইনকে। শীঘ্রই অস্ত্রোপচারের করা হবে তাঁর ঘাড়ে। তাই আসন্ন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ঐতিহাসিক অ্যাসেজ সিরিজে পেইনের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছিলো ধোঁয়াশা। সেই ধোঁয়াশার জট কাটালেন পেন নিজেই। তিনি সাফ জানিয়ে দিয়েছেন অ্যাসেজের আগে সুস্থ হয়ে উঠবেন এবং খেলবেন।
চিকিৎসকেরা অবশ্য বলেই ছিলেন অস্ত্রোপচারের দেড় মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন পেইন। সেক্ষেত্রে অ্যাসেজের আগে এক মাসের বেশি সময়ও পাবেন অনুশীলনের জন্য। একটি রেডিও স্টেশনে সাক্ষাৎকারে ৩৬ বর্ষীয় অজি অধিনায়ক জানান, "আমি নিশ্চিত যে ছ'সপ্তাহের মধ্যে ফিট হয়ে উঠবো এবং এক সপ্তাহের মধ্যে খেলার জন্য নিজেকে প্রস্তুত করে তুলবো। অ্যাসেজের আগে তৈরি হয়ে যাবো।"
ঘাড়ের পুরোনো চোট যে এভাবে ভোগাবে তা হয়তো অনুমান করেননি টিম পেইন। শেষ দেড় মাস বেশ নাড়াচাড়া দিয়ে উঠেছে চোট। দেড় মাস কোনো রকম অনুশীলনও করতে পারেননি তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন অস্ত্রোপচার ছাড়া উপায় নেই। শীঘ্রই পেইনের অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা।
আগামী ৮ ডিসেম্বর ব্রিসবেনের গাব্বায় অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট রয়েছে ১৬ ডিসেম্বর। অ্যাডিলেডে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। তৃতীয় টেস্ট রয়েছে ২৫ ডিসেম্বর। যা অনুষ্ঠিত হবে মেলবোর্নে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন