লর্ডসের ব্যালকনির আদলে করা মহামেডান ক্লাবে নতুন তাঁবুর উদ্বোধন হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাতে। বুধবার মহামেডান ক্লাবকে বাকেট চেয়ার করার জন্য ৬০ লাখ টাকা আর্থিক সাহায্য করলেন মুখ্যমন্ত্রী।
এদিন মমতা মহামেডান ক্লাবকে আইএসএল খেলার পরামর্শও দিলেন মমতা ব্যানার্জি। এছাড়া প্রাক্তন ফুটবলার ভাস্কর গাঙ্গুলীকে শান-ই মহামেডান পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার তুলে দিলেন। মহামেডান কর্তারা ছাড়াও ইস্টবেঙ্গল, মোহনবাগান ক্লাবের কর্মকর্তারা, রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন।
মহামেডানকে আইএসএল খেলার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'দেশে-বিদেশে তো আপনাদের প্রচুর ফ্যান রয়েছে। তাঁরা যদি সকলেই ১ টাকা করেও দেন, তাহলেও মহমেডান ফুটবল ক্লাবের আইএসএল খেলা কোনওভাবে আটকাবে না।'
সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, 'আমি তো মাইনে নিই না। বই লিখে যা পাই, তার থেকেই কনট্রিবিউট করবো। ISL-এ খেলা হবে। মহমেডানকে আইএসএল টুর্নামেন্টে আমি দেখতে চাই। মোহনবাগান প্রথম খেলেছে। তারপর ইস্টবেঙ্গলও খেলেছে। কিন্তু, ইস্টবেঙ্গলের টিম ভালো হয়নি। এবার ইস্টবেঙ্গলের টিমটা ভালো করতে হবে।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন