ICC: বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের শিরোপা জো রুটের, একদিনের ম্যাচ ও টি-২০তে সেরা বাবর আজম ও মহঃ রিজওয়ান

২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অনবদ্য প্রদর্শন করেছেন ইংলিশ ক্রিকেটার জো রুট এবং দুই পাক ক্রিকেটার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। তারই স্বীকৃতি স্বরূপ আইসিসির তরফ থেকে সম্মান পেলেন এই তিন ক্রিকেটার।
জো রুট
জো রুট ছবি জো রুটের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অনবদ্য প্রদর্শন করেছেন ইংলিশ ক্রিকেটার জো রুট এবং দুই পাক ক্রিকেটার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। তারই স্বীকৃতি স্বরূপ আইসিসির তরফ থেকে সম্মান পেলেন এই তিন ক্রিকেটার। সমস্ত প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে ২০২১ সালের আইসিসি বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট।

২০২১ সালের বর্ষসেরা পুরুষ ওডিআই ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাক অধিনায়ক বাবর আজম এবং বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের সম্মান পেলেন পাক তারকা মহম্মদ রিজওয়ান। বর্ষসেরা আম্পায়ার হয়েছেন আইসিসি-র এলিট প্যানেলের অর্ন্তভুক্ত দক্ষিণ আফ্রিকার মারায়াস ইরাসমাস।

লাল বলের ক্রিকেটে রুটের সাথে সেরার শিরোপা জয়ের লড়াইয়ে ছিলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নে এবং কিউই অলরাউন্ডার কাইল জেমিসন। তবে গত বছরে ব্যাট হাতে টেস্ট ক্রিকেটে একের পর এক নজির গড়া ইনিংস খেলে সেরার সম্মান জিতে নিয়েছেন রুট। ২০২১ সালে এক ক্যালেন্ডার বর্ষে মোট ১৭০৮ রান করেছেন রুট। ১৫ টি টেস্টে তাঁর রয়েছে ৬ টি শতরান। এক ক্যালেন্ডার বর্ষে রুটের থেকে কেবলমাত্র মহম্মদ ইউসুফ এবং ভিভিয়ান রিচার্ডসই অধিক রান করেছেন। শুধু ব্যাট হাতে নয় ২০২১ সালে বল হাতেও চমক দেখিয়েছেন রুট। ভারতের বিরুদ্ধে ৫ উইকেট সহ গত বছর মোট ১৪ টি উইকেট নিয়েছেন ব্রিটিশ অধিনায়ক।

আইসিসির বর্ষসেরা পুরুষ ওডিআই ক্রিকেটের পুরস্কার জিতলেন পাক অধিনায়ক বাবর আজম। এই সম্মানের জন্য লড়াই চলেছিলো জোরদার। তবে লড়াইয়ে থাকা সাকিব আল হাসান, পল স্টার্লিং ও জানেমন মালানকে পেছনে ফেলে সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে সেরা ওডিআই ক্রিকেটার নির্বাচিত হলেন বাবর। ২০২১ সালে বাবর ৬ টি ওয়ান ডে ম্যাচে ৬৭.৫০ গড়ে ৪০৫ রান করেছেন। শতরান করেছেন দুটি।

শুধু বর্ষসেরা ওডিআই ক্রিকেটারই নয়। বাবরের মুকুটে লাগে একাধিক পালক। পাক অধিনায়ক আইসিসির বর্ষসেরা ওয়ান ডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত হন।

আগেই বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের সম্মান পেয়েছেন পাক উইকেট কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান। গত মরশুমে দেশের জার্সিতে ২৯ টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। ৭৩.৬৬ গড়ে রান করেছেন ১৩২৬। গতবছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রহকারীও হন তিনি। বিশ্বের প্রথম ব্যাটার হিসাবে এক অনন্য নজির গড়েছেন গতবছর। এক ক্যালেন্ডার বছরে টি-২০ ক্রিকেটে ২০০০-এর ওপর রান করেছেন তিনি! ১৮টি হাফ-সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি সহ তাঁর ব্যাট থেকে আসে ২০৩৬ রান।

জো রুট
ICC Women's ODI Team: আইসিসি-র বর্ষসেরা মহিলা ওডিআই দলে মিতালী রাজ ও ঝুলন গোস্বামী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in