২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের মার্কি ম্যাচে মাঠে নামছে ভারত-পাকিস্তান। এই ম্যাচ নিয়ে অনেক আগে থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে দুই দেশের সমর্থকদের মধ্যে। এই ম্যাচের আগে পাক পেসার হ্যারিস রউফ সতর্ক করে রাখলেন ভারতকে। রউফ সাফ জানিয়ে দিলেন, মেলবোর্ন তাঁর হোম গ্রাউন্ড। তিনি জানেন এখানে কীভাবে ভারতের ব্যাটারদের নিয়ন্ত্রণ করতে হবে।
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লীগ 'বিগ ব্যাশে' মেলবোর্ন স্টার্সের হয়ে খেলেন রউফ। সেদিক থেকে দেখতে গেলে এই মাঠ সম্পর্কে বেশ ধারণা থাকারই কথা ২৮ বর্ষীয় পাক পেসারের। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে জয়ের পর তিনি বলেন, "যদি আমি আমার সেরাটা দিই, তাহলে তারা(ভারত) আমাকে সহজে খেলতে পারবে না। আসন্ন বিশ্বকাপের ম্যাচের জন্য, আমি খুব খুশি কারণ সেটা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে।"
ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে রউফ বলেন, "এটা আমার ঘরের মাঠ কারণ আমি মেলবোর্ন স্টারসের হয়ে খেলি, এবং সেখানকার কন্ডিশন কেমন হয় সে সম্পর্কে আমার ধারণা আছে। ভারতের বিপক্ষে আমি কীভাবে বল করব তা নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করেছি।"
সংযুক্ত আরব আমিরশাহীতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে দশ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছিল পাকিস্তান। এশিয়া কাপের মঞ্চে ভারত প্রথম পর্বে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে জয় অর্জন করলেও সুপার ফোরের ম্যাচে পাকিস্তান জয় হাসিল করে। এশিয়া কাপের প্রথম ম্যাচে রাউফ কোনো উইকেট না নিলেও দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার গুরুত্বপূর্ণ উইকেটটি তিনি নিয়েছিলেন। এশিয়া কাপে ৬ ম্যাচে ৮ উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করেন রউফ। তবে সাম্প্রতিক চলমান ইংল্যান্ড বনাম পাকিস্তান সিরিজে দুর্দান্ত ছন্দে রয়েছেন এই পাক বোলার। পাঁচ ম্যাচে আট উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন