ICC Men's T20I Rankings: বাবরকে পেছনে ফেললেন সূর্যকুমার যাদব, শীর্ষ দশে নেই আর কোনও ভারতীয় ব্যাটার

ICC T20 র‍্যাঙ্কিং অনুযায়ী সূর্যকুমারের রেটিং পয়েন্ট ৭৮০। যেখানে চতুর্থ স্থানে থাকা বাবর আজমের রেটিং পয়েন্ট ৭৭০। তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। তাঁর ঝুলিতে রয়েছে ৮২৫ পয়েন্ট।
সূর্যকুমার যাদব
সূর্যকুমার যাদবছবি - সূর্যকুমার যাদবের ট্যুইটার হ্যান্ডেল
Published on

মোহালিতে মঙ্গলবার ভারত হারলেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন সূর্যকুমার যাদব। ২৫ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এই ইনিংসের সৌজন্যে আইসিসি ব্যাটারদের র‍্যাঙ্কিং-এ আরও উন্নতি করলেন সূর্য। পাক অধিনায়ক এবং টি-টোয়েন্টির প্রাক্তন শীর্ষ তারকা বাবর আজমকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এলেন তিনি। এই মুহূর্তে সূর্যকুমার রয়েছেন তৃতীয় স্থানে। তাঁর সামনে রয়েছে কেবল পাক ওপেনার মহম্মদ রিজওয়ান এবং দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।

সদ্য প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং অনুযায়ী সূর্যকুমারের রেটিং পয়েন্ট ৭৮০। যেখানে চতুর্থ স্থানে থাকা বাবর আজমের রেটিং পয়েন্ট ৭৭০। এই ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। তাঁর ঝুলিতে রয়েছে ৮২৫ পয়েন্ট। ৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন এইডেন মার্করাম। বাবর আজমের পর তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ডেভিড মালান। ইংলিশ ব্যাটারের পয়েন্ট ৭২৫।

ব্যাটারদের তালিকায় শীর্ষ দশে ভারতীয়দের মধ্যে কেবলমাত্র সূর্যকুমারই রয়েছেন। বিরাট কোহলি, রোহিত শর্মারা শীর্ষ দশের বাইরেই রয়ে গিয়েছেন। ১৪ নম্বরে রয়েছেন রোহিত। তাঁর পয়েন্ট ৬০২। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র দু'রান রান করা কোহলি একধাপ পিছিয়ে ১৫ থেকে ১৬ নম্বরে পিছিয়ে গিয়েছেন।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৮ রান করেও হার বাঁচাতে পারেনি রোহিত বাহিনী। লোকেশ রাহুল (৫৫), সূর্যকুমার যাদবের (৪৬) পর ব্যাট হাতে ঝড় তুলেছিলেন হার্দিক পান্ডিয়া। মাত্র ৩০ বলে ৭১ রানে অপরাজিত থেকে দলের হয়ে রানের পাহাড় গড়েন তিনি। তবে চার বল হাতে রেখেই সেই পাহাড় টপকে যান অজিরা।

অস্ট্রেলিয়ার হয়ে এদিন ব্যাট হাতে অনবদ্য ইনিংস খেলেন ক্যামেরান গ্রিন এবং উইকেটকিপার ম্যাথু ওয়েড। ওপেন করতে নেমে ৮ টি বাউন্ডারি এবং ৪ টি বিশাল ছক্কার মাধ্যমে ৩০ বলে ৬১ রান করেন এই ২৩ বর্ষীয় অজি তরুণ। গ্রিনকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন স্টিভ স্মিথ। স্মিথের ব্যাট থেকে আসে ৩৫। গ্রিন-স্মিথ দুর্দান্ত ইনিংস খেলে ফিরে যাওয়ার পর অবশ্য চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। তবে ম্যাথু ওয়েডের ২১ বলে অপরাজিত ৪৫ রানের ঝড়ো ইনিংস ৪ বল হাতে রেখেই অস্ট্রেলিয়াকে জয় এনে দেয়।

সূর্যকুমার যাদব
IND VS AUS: রোহিত-বিরাটের পর তৃতীয় ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে বড় নজির লোকেশ রাহুলের
সূর্যকুমার যাদব
ICC WTC Final 2023: আগামী বছর ওভালে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল, লর্ডসে হবে পরের সংস্করণ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in