ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা বুধবার সর্বশেষ আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিং-এ শীর্ষস্থান দখল করলেন। জাদেজার প্লেয়ার অফ দ্য ম্যাচ পারফরম্যান্স হিসেবে ধরা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ম্যাচকে। যেখানে তিনি কেরিয়ারের সেরা, ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রান করেছেন এবং মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের এক ইনিংস এবং ২২ রানে জয়ের ক্ষেত্রে ৮৭ রান দিয়ে ৯ উইকেট নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
মোহালিতে টেস্ট ম্যাচ চলাকালীন, জাদেজা পুরুষদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে একটি টেস্টে ১৫০-এর বেশি রান এবং ৯টি উইকেট নেন। অলরাউন্ডার র্যাঙ্কিং ছাড়াও, জাদেজার অপরাজিত ১৭৫ ব্যাটিং-এর ক্ষেত্রে তাঁকে ৫৪ তম থেকে ৩৭ ধাপ এগিয়ে ১৭তম স্থানে তুলে এনেছে।
তার নেওয়া ৯টি উইকেট জাদেজাকে বল হাতে ১৭ তম অবস্থানে যেতে সাহায্য করেছে। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের থেকে শীর্ষ অলরাউন্ডারের স্থান ছিনিয়ে নিতে তাঁর এই অলরাউন্ডার অবদানই যথেষ্ট ছিল। উল্লেখ্য, জেসন হোল্ডার ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে শীর্ষস্থানে ছিলেন। এর আগে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ২০১৭ সালের আগস্ট মাসে এক সপ্তাহ ছিলেন জাদেজা।
এই তালিকায় হোল্ডার এখন দ্বিতীয় স্থানে এবং রবিচন্দ্রন অশ্বিন তৃতীয় স্থানে আছেন। ভারতীয়দের পক্ষ থেকে, সিনিয়র ব্যাটার বিরাট কোহলি, যিনি মোহালিতে ১০০ তম টেস্ট খেলার নজির স্পর্শ করেছেন তিনি ট্র্যাভিস হেড এবং নতুন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার থেকে এগিয়ে পুরুষদের ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে ফিরে এসেছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থের দ্রুততর ৯৬ রান তাঁকে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের জায়গায় শীর্ষ দশের দশম স্থানে তুলে এনেছে।
মোহালি থেকে অনেক দূরে, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে রাওয়ালপিন্ডি টেস্টে, ওপেনার ইমাম-উল-হক দুই ইনিংসে সেঞ্চুরি করে ৪৭৭ পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা ৬৩তম স্থানে এসেছেন। তাঁর সতীর্থ আজহার আলী ১৮৫ রান করেন এবং হকের ওপেনিং পার্টনার আব্দুল্লাহ শফিক দ্বিতীয় ইনিংসে একটি সেঞ্চুরি করে ২৭ স্থান এগিয়ে ৬৭-তে পৌঁছে গেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন