কানপুরে ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ ড্র হয়েছে। কিউই ব্যাটাররা বিশেষ কিছু করে দেখাতে না পারলেও দুই ইনিংসে অর্ধশতরান করে নজর কেড়েছেন টম লেথাম। প্রথম ইনিংসে ৯৫ রান এবং দ্বিতীয় ইনিংসে ৫২ রান করেছেন নিউজিল্যান্ডের সহ অধিনায়ক। আর তারই ফলস্বরূপ টেস্ট র্যাঙ্কিং-এ উন্নতি করেছেন লেথাম। ব্যাটারদের র্যাঙ্কিং-এ এক লাফে পাঁচ ধাপ ওপরে উঠে ৯ নম্বর স্থানে এসেছেন তিনি। সেইসঙ্গে লেথামের ওপেনিং পার্টনার উইল ইয়ংও প্রথম ইনিংসে দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ২৬ স্থান এগিয়ে ৭৭ নম্বরে উঠে এসেছেন।
অন্যদিকে গলে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৪৭ রান এবং দ্বিতীয় ইনিংসে ৮৩ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন দিমুথ করুনারত্নে। তারই সুবাদে চার ধাপ ওপরে এসে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।
কানপুরে ভারতের জার্সিতে অভিষেক টেস্টেই ব্যাট হাতে অনবদ্য ইনিংস খেলেছেন শ্রেয়স আয়ার। প্রথম টেস্টের সেরা ক্রিকেটার শ্রেয়স প্রথম ইনিংসে ১০৫ রান এবং দ্বিতীয় ইনিংসে ৬৫ রান করেছেন। ব্যাটারদের র্যাঙ্কিং-এ সরাসরি ৭৪ নম্বর স্থানে প্রবেশ করেছেন শ্রেয়স। এছাড়াও ওপেনার শুবমন গিল ছয় ধাপ ওপরে উঠে ৬৬ তম স্থান পেয়েছেন। ঋদ্ধিমান সাহা নয় ধাপ এগিয়ে ৯৯ নম্বর স্থানে এলেন।ন
সদ্য প্রকাশিত ব্যাটারদের আইসিসি টেস্ট র্যাঙ্কিং অনুযায়ী ৯০৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে রেখেছেন ইংলিশ ক্রিকেটার জো রুট। ৮৯১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্টিভ স্মিথ এবং ৮৮৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। চতুর্থ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানে (৮৭৮ পয়েন্ট)। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছেন যথাক্রমে রোহিত শর্মা (৮০৫ পয়েন্ট) এবং বিরাট কোহলি (৭৭৫ পয়েন্ট)।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন