এশিয়া কাপে বেশ চমক দেখিয়েছে আফগানিস্তান। এবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চমক দেওয়া দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। এশিয়া কাপে খেলা পাঁচ ক্রিকেটার বাদ পড়েছে স্কোয়াড থেকে। অধিনায়কত্ব থাকছে মহম্মদ নবির হাতেই। সহ অধিনায়ক নিযুক্ত হয়েছেন নাজিবউল্লাহ জাদরান।
আফগানিস্তানের ১৫ সদস্যের দলে জায়গা হয়নি এশিয়া কাপের স্কোয়াডে থাকা, হাশমতউল্লাহ শাহিদি, করিম জানাত, নূর আহমেদ, শামিউল্লা শিনওয়ারি, অফসর জাজাইদের। অফসর জাজাই রয়েছেন স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে।
এশিয়া কাপে না খেললেও চমক দিয়ে বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়েছেন দারউইশ রসুলি, সালিম সফি, কাইস আহমেদ। সালিম সফি প্রথমবার আফগান দলে সুযোগ পেলেন। চলতি বছরে অভিষেক ঘটানো রসুলি চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারেননি। তবে বিশ্বকাপে দেখা যাবে এই মিডিল অর্ডার ব্যাটারকে।
সদ্য সমাপ্ত এশিয়া কাপে আফগানিস্তানের প্রদর্শন দেখে মুগ্ধ হয়েছে ক্রিকেট বিশ্ব। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে পর্যুদস্ত করে সুপার ফোরে জায়গা করে নিয়েছিলেন মহম্মদ নবি, রশিদ খানরা। ফাইনালেও পৌঁছাতে পারতো আফগানিস্তান। তবে পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের নিশ্চিত জেতা ম্যাচ কার্যত হাতছাড়া হয় তাদের। এশিয়া কাপে ভালো প্রদর্শনের পর এবার বিশ্বকাপে নিশ্চিত ভাবে নিজেদের সেরাটা দিয়ে লড়াই করবেন মুজিব -নবি- রশিদরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের দল: মহম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান(সহ-অধিনায়ক), রহমানুল্লা গুরবাজ, আজমাতুল্লা ওমরজাই, দারইউশ রসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকি, হজরতুল্লা জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নবিন উল হক, কাইস আহমেদ, রশিদ খান, সালিম সফি, উসমান গনি।
রিজার্ভ দল: আফসর জাজাই, শরফুদ্দিন আশরাফ, রহমত শাহ, গুলবদিন নইব।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন