T20 World Cup 24: টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রান থেকে সর্বোচ্চ উইকেট, মালিক কারা দেখুন

People's Reporter: টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ১১৪১ রান করে শীর্ষে আছনে বিরাট কোহলি। শ্রীলঙ্কার মহেলা জয়বর্ধনে ১০১৬ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন। ৯৬৫ রান করে তৃতীয় স্থানে ক্রিস গেইল।
বিরাট কোহলী এবং রোহিত শর্মা
বিরাট কোহলী এবং রোহিত শর্মাফাইল ছবি সংগৃহীত
Published on

আগামী ২ জুন থেকে টি-২০ বিশ্বকাপে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা। ওই একইদিনে অন্য সময়ে ওয়েস্ট ইন্ডিজ খেলবে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে। তবে তার আগে কয়েকটি রেকর্ডের দিকে চোখ রাখা যাক।

সবথেকে বেশি বিশ্বকাপে অংশগ্রহণ

২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। চ্যাম্পিয়ন হয় ভারত। সেই দলের সদস্য ছিলেন রোহিত শর্মা। ২০২৪ টি-২০ বিশ্বকাপে তিনি ভারতের অধিনায়ক। এখনও পর্যন্ত আটটি এডিশনেই ভারতের হয়ে টি-২০ বিশ্বকাপে অংশ নিয়েছেন রোহিত শর্মা। রোহিতের সাথে যুগ্মভাবে এই রেকর্ড রয়েছে বাংলাদেশের তারকা অল-রাউন্ডার শাকিব আল হাসান। তিনিও সবক'টি টি-২০ বিশ্বকাপে অংশ নিয়েছেন।

সবথেকে বেশি ম্যাচ খেলা প্রথম ৫ ক্রিকেটার

এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপে সবথেকে বেশি ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। তিনি ৩৯টি ম্যাচ খেলেছেন। শাকিব খেলেছেন ৩৬টি। ৩৫টি ম্যাচ খেলে তৃতীয় স্থানে শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান। ৩৪টি ম্যাচ খেলে চতুর্থ স্থানে রয়েছেন ডোয়েন ব্যাভো (ওয়েস্ট ইন্ডিজ), শাহিদ আফ্রিদি (পাকিস্তান), শোয়েব মালিক (পাকিস্তান) এবং ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)।

সর্বাধিক রান করা প্রথম ৫ ব্যাটার

টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ১১৪১ রান করে শীর্ষে আছনে বিরাট কোহলি। শ্রীলঙ্কার মহেলা জয়বর্ধনে ১০১৬ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন। ৯৬৫ রান করে তৃতীয় স্থানে ক্রিস গেইল। ৯৬৩ রান করে চতুর্থ স্থানে রোহিত শর্মা এবং ৮৯৭ রান করে পঞ্চম স্থানে তিলকারত্নে দিলশান। এই প্লেয়ারদের মধ্যে বিরাট এবং রোহিত শর্মা শুধু অ্যাক্টিভ প্লেয়ার।

সর্বাধিক উইকেট নেওয়া প্রথম ৫ বোলার

এই তালিকায় ৪৭ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন বাংলাদেশের অল-রাউন্ডার শাকিব আল হাসান। ৩৯টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে শাদিক আফ্রিদি। ৩৮ উইকেট নিয়ে তৃতীয় স্থানে শ্রীলঙ্কান তারকা লাসিথ মালিঙ্গা। সায়িদ আজমল ৩৬ উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন এবং ৩৫ উইকেট নিয়ে অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা) ও উমর গুল (পাকিস্তান) পঞ্চম স্থানে রয়েছেন।

বিরাট কোহলী এবং রোহিত শর্মা
ICC T20 World Cup 2024: কোথায় দেখবেন টি-২০ বিশ্বকাপের সমস্ত ম্যাচ? জানালো আইসিসি
বিরাট কোহলী এবং রোহিত শর্মা
Mohun Bagan: ফের বাগানের টিডির ভূমিকায় ফিরবেন হাবাস! নয়া কোচের সন্ধানে ম্যানেজমেন্ট
বিরাট কোহলী এবং রোহিত শর্মা
Cristiano Ronaldo: 'আমি না, রেকর্ড আমাকে অনুসরণ করে' - সৌদি লিগে নজির গড়ে ট্যুইট রোনাল্ডোর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in