নতুন বছরে বড় উপহার পেলেন জসপ্রীত বুমরাহ। দল যখন দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছে তখন নিজের ব্যক্তিগত টেস্ট র্যাংকিংএ বড় উন্নতি করলেন বুমরাহ। জায়গা করে নিলেন শীর্ষ দশের তালিকায়। এক লাফে তিন ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন ভারতের তারকা পেসার।
সদ্য প্রকাশিত বোলারদের আইসিসির টেস্ট র্যাংকিং অনুযায়ী ৭৮১ পয়েন্ট নিয়ে নবম স্থানে বুমরাহ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ন টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৫টি উইকেট নেওয়ার সুবাদেই এই উন্নতি বুমরাহর। ভারতের অপর তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তাঁর স্থান ধরে রেখেছেন। ৮৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। এই তালিকায় শীর্ষে রয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ৯০২ পয়েন্ট কামিন্সের ঝুলিতে।
ব্যক্তিগত টেস্ট র্যাংকিংএ উন্নতি ঘটেছে প্রোটিয়া পেসার কাগিসো রাবাডারও। জস হেজেলউডকে নীচে নামিয়ে একধাপ ওপরে উঠে ৬ নম্বর স্থান দখল করেছেন রাবাড। প্রোটিয়া পেসারের পয়েন্ট ৮১০। ভারতীয় পেসার মহম্মদ শামিও র্যাংকিংএ উন্নতি করেছেন। সেঞ্চুরিয়ন টেস্টে এক ইনিংসে ৫ উইকেট-সহ দুই ইনিংস মিলিয়ে ৮টি উইকেট নেন মহম্মদ শামি। তাই বঙ্গ পেসার ১৯ নম্বর থেকে দু'ধাপ উঠে এসে ১৭ নম্বরে পৌঁছে গিয়েছেন।
টেস্ট র্যাংকিংএর তালিকায় তৃতীয় স্থান, চতুর্থ স্থান এবং পঞ্চম স্থান অটুট রেখেছেন যথাক্রমে পাক পেসার শাহীন আফ্রিদি(৮২২ পয়েন্ট), কিউই পেসার টিম সাউদি(৮১৪ পয়েন্ট) এবং ব্রিটিশ পেসার জিমি অ্যান্ডারসন(৮১৩ পয়েন্ট)। অষ্টম স্থানে রয়েছেন নেল ওয়াগনার(৭৯৪ পয়েন্ট) ও একধাপ নীচে নেমে দশম স্থানে মিচেল স্টার্ক(৭৭৮ পয়েন্ট)।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন